পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ আমেরিকা ভ্রমণ তাখার পর ও যতদিন আমি সহরে ছিলাম, প্রায়ই তাছাদের বাড়ীতে ঘাইতাম | একবার একটা ministerএর পরিবারে বাস করি তাম । একদিন আমার বাড়ী ফিরিতে রাত্রি ১০টা বাজিল । তখনও বাড়ীর নীচে হইতে দোতলায় উঠিবার সিঁড়িতে আলো জ্বলিতেছিল । আমি সিঁড়ির র্কাচের দরজার নিকট আসিয়া ঘণ্টা বাজাইলাম। উপর হইতে Mrs. Poe, minister এর পত্নী জিজ্ঞাসা করিলেন কে দরজায় ঘণ্টা বাজাষ্টলেন । যখন তিনি জানিলেন যে আমি, তখন তিনি electric switch ঘুরাইয়া সিঁড়িটাকে অন্ধকার করিয়া নীচে নামিয়া আসিয়া দরজা খুলিয়া দিলেন আর বলিলেন, “আমি জুতা খুলে নেমে এসেছি, আমি উপরে পৌছালে, তাহার পর সিঁড়ির দরজার কাছের switch ঘুরাইয়া দিবেন, তখন আলো পাবেন ।” পাছে আলোতে তাহার “রাঙ্গা” চরণখনি দেখে ফেলি বলে তিনি অন্ধকার করে নেমে এলেন ও এরূপ আদেশ করিলেন । তিনি উপরে পোছাইলে বলিলেন, “এখন আপনি ঐ switch ঘুরিয়ে আলোকিত সিড়ি দিয়া উপরে আসুন।” এদেশের মেয়েরা নাচের সময় বুকের অদ্ধভাগ দেখাতে পারে, হাত দিয়া কোমর ধরিতে দিতে পারে, কিন্তু যত দোষ ঐ রাঙ্গ টুকটুকে পা দেখিলে । সেই জন্য ইহারা ভদ্র লোকের সামনে নগ্ন পা দেখায় না । বাঙ্গালীর বাড়ীতে যত ময়লা ছেড়া দ্যাকড়া চোথের সামনে পড়ে, মার্কিন পরিবারে বাস করেছি বটে কিন্তু কোন দিনের জন্ত একটুও দেখি নাই বলিয় মনে হয়। কার্পেটের উপর ধূলা বসিলে vacuum cleanerএর দ্বারা সমস্ত ধূলা ঝর্ণটাই লওয়া হয় । ইহাদের বাড়ী খুবই পরিষ্কার ।