পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ * * 8-3 নিগ্রোর মতন কষ্ট দিয়াছিল শুনিয়া আমিও যাহাতে তাঙ্গদের মত, কষ্টে না পড়ি সে জন্য নিম্নলিখিত একখানি চিঠি সংগ্রহ করিয়া লইয়াছিলাম । bel Illinois Central Railroad Company: Traffic Manager যাহার নিকট হইতে দক্ষিণ অঞ্চল ভ্রমণের জন্য টিকিট কিনি তিনি অনুমোদন করিয়া সহি করেন । তাহার পর “Cotton Belt"এর রেলরোড cast"ttfāz agents endorse airza “ইলিনয় বিশ্ববিদ্যালয়, § আর্বান, ইলিনয়, ২৭ সে জুলাই, ১৯১১ To whom it may concern : পত্রবাহক মিঃ এস সিংহ একজন হিন্দু ভদ্রলোক আমেরিকায় কৃষিশিক্ষা করিবার জন্ত যুক্তরাজ্যে ভ্রমণ করিতেছেন । তিনি কয়েক বৎসর ধরিয়া ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের কৃষি কলেজ হইতে ১৯১১তে তাহাকে গ্রাজুয়েট করা হয় । দক্ষিণ অঞ্চল ভ্রমণকালে সময় সময় তাহার দেশের লোককে ট্রেণের ও হোটেলের লোকের নিগ্রে মনে করিয়া অভদ্র ব্যবহার ੋਂ # মিঃ সিংহের গঠন ও চুলপানে নজর করিয়া দেখিলে এই প্রত্যয় হইবে যে তিনি যুরোপ ও আমেরিকার শ্বেতাঙ্গদের মতন আর্য্যবংশের লোক । ইনি যাহাতে আমেরিক ভ্রমণকালে আমাদের স্বজাতীয় বিদেশবাসী শিক্ষিত ভদ্রলোকের যোগ্য সৎ ব্যবহার পান সেই আশায় এইপ , লিখিত হইল । - ( স্বাক্ষর ) সিরিল ক্সি হপকিনস · একটিং ও ভাইস-ডাইরেক্টর" আমি ঐ চিঠির বলে ধান, কাপাস ও ইক্ষুর চাষের তদন্ত করিবার জন্তু এক মুদীর্ঘ trip দিই। দক্ষিণের সব রেল ষ্টেসনে আমি নিম্নলিখিত a ইলি এক্ষণে পরলোকে । * 發