পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ ➢ 8 ፃ aurantএ আমি প্রত্যহ খাইতাম । কোন কোন দিন Dr. Shirkey নামক একটি শ্বেতাঙ্গের বাড়ীতে dinnerএর নিমন্ত্রণ থাকিত । - Dr. Shirkey আমাকে তাহার জুড়িতে চড়াইয়া নিকটবর্ত্তী ধানের ক্ষেত সব দেখাইতেন। আমার কিন্তু ঐ সময় টাকা ফুরাইয়া আসিয়াছিল, তথন আমি ঠিক করিলাম যে এখানকার অপেরা হাউসে “ভারতবর্ষ” সম্বন্ধে একটা বক্তত দিয়া টাকা উপায় করিব । আমি তখন ম্যানেজারের সহিত দেখা করিয়া ‘অপেরা হাউস’ এক রাত্রের জন্য ভাড় লইলাম, তাহার দরুণ ১০ ডলার অর্থাং ৩০ টাকার কিছু বেশী দিতে হুইল । নিম্নলিখিত হ্যাণ্ডবিল চারিদিকে ছাপাইয় বিতরণ করা চইল :– V7indtt Mcclurer. Satyasaran Sinha, A Native of Calcutta, India, will lecture on “India” At the Stuttgart Opera House Ołł Thursday, August 31 At S o’clock P. M. Admission 15 c. for children and 25 c. for all others. Daily Arkansawyercss à fàsstofn cysni za 1 cañaপোষাক অর্থাৎ ধুতি চাদর পরিয়া বক্তৃতা দিব এ কথাও উল্লেখ করা হইয়াছিল । আমার সঙ্গে ধুতি চাদর না থাকাতে, এ দেশের মেয়েদেব যে কাপড় হইতে skirt তৈয়ারী হয়, তাহার দুই টুকরা একটা আমেরিকার মহিলাকে দিয়া কলে সেলাই করাইয়। ৪৪ ইঞ্চি ১০ গঞ্জ করিয়ু লই, তাহার পর দুইদিকে কাল পাড় বুসাইবার জন্য মেয়েদের মাথার ফিত.