পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ °C@@ বক্তৃতা দিতে পারি ও ইহার দরুণ আমি কি লইব, যাহা তাহদের ੇ। হবে তাহাই দেবেন। তখন তাহাতেই রাজী হইলেন ও আমার পরিশ্রমের দরুণ ১০ ডলার দিবেন এই খবর আমার ম্যানেজারকে দিয়া বলিয়া পাঠাইলেন। নির্দিষ্ট সময় জাহাজের উপরের একটা বড় ঘরে সকলে সমবেত হইলেন, আমি বক্তৃতা করিলাম। আমার কথা বাতাসে উড়াইয়া লইয়া যাইতেছিল বলিয়া পোতনায়ক port-hole বন্ধ করিয়া দিতেছিলেন। আমার বক্তৃতার পর প্রত্যেক সাহেব মেমেরা আমার বাড়ীর ঠিকানা লিখয়া রাখিলেন । আমি তাহাদিগকে আমার ভারপ্তের বাড়ীতে অতিথি হইয়া থাকিবার জন্য অনুরোধ করিলাম । কেহ বলিলেন, “ভারতবর্ষে গেলে আমাকে তোমার দেশের সুন্দরী মেয়েদের সহিত আলাপ করে দিতে হবে ।” পাঠক পাঠিকা, দেখুন এই দক্ষিণ অঞ্চল ঘুরিতে আসিয়া কত অভিজ্ঞতা হইল, কত রকম লোকের সহিত বন্ধুত্ব করিলাম, এমন কি স্থানে স্থানে নিজের ভাগ্য লক্ষ্মীকে ও ফরাইয়াছিলাম। দ্বিতীয়বার নিউইয়র্কে পোছাইলে Southamptonএ ফিরিয়া আসিবার জন্ত জাহাজের টিকিট কেন হইলে আমি আমেরিকায় বক্তৃতা দিয়ে বেড়াইবার চাকরীর জন্ত নম্নলিখিত পত্রখনি পাই । এ পত্রখানি Crowley źětě redirected *a*i enifa3tfäzi “Liberty Moving Picture Dallas, J. Rome Rice, Texas Sole Owner and Manager IO-24—191 I. মহাশয়, Crowley stoia, ofton & Socotto Joliet Prison দেখাইয়াছিলেন, আমি সেই লোক আপনাকে এই পত্র লিখিতেছি । আপনি ছবির দ্বারা বক্তৃতা' দিবার কাজ লইতে ইচ্ছুক কি না ? ' যদি