পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ Sox অনেক লোকের সহিত হয়—সে আলাপ শেষে প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয় । তাহার দুই একটা দৃষ্টান্ত পূর্ব্বে দিয়াছি এবং এস্থলে আরো কয়েকটা পত্রাদি হইতে উদ্ধৃত *fast cofotofs Champaign fantil Miss Elsie Hisey আমাকে লিখিতেছেন, “আমি পুনরায় বলিতেছি যে আমাদের বন্ধুত্ব আরও প্রগাঢ় হইবে ।” তিনি আর একখানি পত্রে আমাকে লিখিতেছেন, “আমি আশা করি আপনার ছোট বোন এ দেশে (অর্থাৎ আমেরিকাতে ) আসিবেন । যদি তিনি আসেন, আমি তাঙ্গকে আমার বাড়ীতেই সাদরে অভ্যর্থনা করিয়া রাখিব ।” Miss Nellie Alexander আমাকে লিখিয়াছেন, “আপনি আমার ছবিখানিকে পছন্দ করিয়াছেন শুনিয়া অত্যন্ত আনন্দিত, আপনি যখন দেশে ফিরিবেম, এ ছবিখানি দেখিলে আমাকে আপনার স্মরণ থাকিবে । আশা করি আপনি আমাকেও আপনার একথানি ফটো দিবেন। আপনার ফটে পাইবার প্রত্যাশায় রহিলাম ।” লওনে দ্বিতীয়বার আসিয়া পৌছাইলে Streator নিবাসী Mr. C. J. Elliot আমাকে লিখিলেন—“এবারকার বড় দিন তোমার বেশ মুখের হউক, সংবৎসর মুখে কাটুক এবং সেই ছোট মেয়েট যাহাকে তুমি এত ভাল বাসিতে এবং যাহার নিকট হইতে তুমি এতদিনের জন্ত ছাড়াছাড়ি হইয়াছিলে তাহার কাছে তুমি নিরাপদে বাট পৌছ । তিনি নিশ্চয় তোমাকে পেয়ে খুব আনন্দিত হইবেন, এবং তাহার অল্প দিন পরেই wedding bells অর্থাৎ বিবাহের ঘণ্টা বাজিবে, এবং তাহার আর কিছু দিন পরে little Sinhas (অর্থাৎ তোমার ছেলে মেয়ের ) ভারতবর্ষের রাস্তার চারিদিকে ছুটাছুটি করিতে থাকিবে । তুমি ভাৰী স্ত্রী পুত্র কন্যা লইয়া দীর্ঘায়ু হও ও মুখী হও—এই আমার কামনা।” পাঠক পাঠিক বলুন ত প্রকৃত বন্ধু যে হইবে সে ইহা অপেক্ষা আর কি বেশী আশীর্ব্বাদ করিতে পারে ? Crowley fanff Miss Mary Wakely fostetsa, “wronta > *