পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ ዓ » আমেরিকা ভ্রমণ মামায় না, এমন কি কোন দয়ালু লোক নাহি যিনি জামাদের এট ভাঙ্গা ভর্ত্তিটা পুরিয়ে দিতে পারেন ?’ আমনি আর ২৫ সেণ্ট কেহ ছড়িয়া ফেলেন। তখন আবার বোল চালেন, “তবে খৃষ্টের কাজের জন্য আজ ১০ ডলার পূর্ণ হ'ল না।” এ অবধি যেমন বল, তখন আবার ১ ডলার কেহ ফেলিলেন, আবার কেহ ১০ সেণ্ট ছুড়িয়া ফেলিলেন—এইরূপে আবার ভাঙ্গাভক্তি পুরাইয়া উহার লইয়া যান। গির্জাতে গেলে সেখানেও collection 亨彌1 Foreign mission উপলক্ষে সভা হইলে তখন অনেক টাকা উঠে। আমেরিকানদের অনেক টাকা হইয়াছে, ইঙ্গারা ভাবিয়া উঠিতে পারিতেছেন না যে এত টাকা লইয়া কি করিবেন । তাই ইহার Foreign missionary propaganda of{{ {& Wool (go মেয়েদিগকে ধর্ম্ম প্রচারের জন্ত আফ্রিকা, চীন, জাপান ও ভারতবর্ষে পাঠাইতেছেন। এক্ষণে কথা হইতেছে আমরা আমাদের ধর্ম্ম আমেরিকাতে প্রচার করিব কি না । স্বামী বিবেকানন্দ তাহার পথ সর্ব্ব প্রথম দেখাইয়া গিয়াছেন। বিবেকানন্দের নাম চিরদিন আমেরি*It's and offo Springfieldia Illinois State House wité, of Governor’s reception room দেখিতে যাই । তথাকার একজন লোক আমাকে জিজ্ঞাসা করেন, “স্বামী বিবেকানন্দের মতন লোক আপনার ভারতবর্ষে আর কয়জন আছেন?” আমি বলিলাম, "যেমন আপনার দেশে খুষ্ট্রের মৃত্যুর পর খৃষ্টের স্থান পূরণ হয় নাই, সেইরূপ বিবেকানন্দের স্থান অস্থাপি পূরণ হয় নাই; র্তাহার মতন লোক আর ভারতে দ্বিতীয় নাই।” আমি আমেরিকায় থাকিতে আরো শুনিয়াছি যে স্বামী বিবেকানন্দ যখন বস্তৃতা দিতেন, আমেরিকার মহিলারা তাহার মাথায় ছাতা ধরিতেন,