পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ S 3 & উপহার না পায় । আমি খৃষ্টান না হইয়াও কত উপহার পাইরাষ্ট্র। সেগুলির দিকে যখন তাকাই তখন মনে হয় আবার Christendonএ T ছুটে যাই । এক এক সহরেতৃে এত X'mas উপহার postal পার্সেলে আসে যে বেচারা ডাকপিয়ন একলা আনিতে পারে না । কখন গাড়ী যুতিয়ে বাড়ী বাড়ী বিলি করিতে আসে। আবার কোথাও কোথাও ডাকঘরে গিয়েও আনিতে হয়। সেই সকল উপহার বাহারা পায় তাহদের মনে কতই আনন্দ যে হয় তাহা আমার লেখনীর সাধ্য নাই যে বর্ণনা করিতে পারে । বড় দিনের দিন ভালরূপ খাবার ব্যবস্থা থাকে । সে দিন dinner time এক ঘণ্টা দেরীতে ধার্য হয় । সে দিন দুইবার তিনবার করিয়া গির্জায় যাইয়৷ sermon শুনিতে হয় । খৃষ্টান দেশের বড় দিন এমনি সুখে কাটে । আজ ভারতে ( পাশ্চাত্য জগতের লোকেদের কথায় “heathendom") fossal আসিয়াছি, তাহার এক-চতুর্থাংশ আনন্দ ও agfisca of at Christendom ot; heathendoms of উৎসবের কতখানি যে পার্থক্য তাহা যাহারা বড় দিনে Christendohs কাটাহঁয়াছেন তাহারাই বেশ বুঝিবেন । সম্পূর্ণ।