পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 3-5) জাহাজের • সহিত আমাদের জাহাজের সংঘর্ষণ হয়, সে জন্য আমাদের জাহাজ অনবরত “সিটং” * দিতে লাগিল । তাহার পর দিন আমাদের জাহাজ Sicily ও ইটালির দক্ষিণ ভাগের মধ্য দিয়া চলিল । ছেলে বেলায় ভূগোলে যে Sicily দ্বীপের বিষয় পড়িয়াছিলাম, সেট দ্বীপকে আজ স্বচক্ষে দেখিয়া অতিশয় আনন্দিত হইলাম ; ঐ দ্বীপে অনেক বাড়ী রহিয়াছে, একটা বড় light-house রহিয়াছে । থানিক দূর গিয়া আর একটা দ্বীপ দেথা গেল ; তাহার উপর দিয়া ধূম নির্গত হইতেছিল । ২০শে সেপ্টেম্বর প্রাতে ৪॥টার সময় আমরা Genoaতৈ আসিয়া পৌছিলাম । তথন জাহাজ বন্দরের ভিতরে যাইয়া নঙ্গর করে নাই ; স্থানীয় স্বাস্থ্য-পরীক্ষক আসিয়া আমাদের ময়লা স্ততি কাপড় সংক্রমণনিবারক ঔষধ দ্বারা ধোয়াইলেন । ইহা প্রথম য়রোপীয়ন বন্দর, সে জন্ত কাপড় চোপড় সব ঔষধ দ্বারা ধোয়ান ত চল । ডাক্তার এথানে ও আমাদের পরীক্ষা করিলেন । তার পর আমাদের জাহাজ জেটিতে যাইয়া নঙ্গর কুরিল । আজ এদেশের লোকের বার্ষিক উৎসবের দিন ছিল, সেই জন্য বন্দরস্থ প্রায় সকল জাহাজ নানাবিধ পতাকায় মুসজ্জিত ছিল । অনেক বড় বড় দোকান আফিস বন্ধ ছিল (ie loaতে আমাদের দুই বন্ধু মিঃ দত্ত ও মিঃ সেনকে নামিতে হইল ; তাহার" এখান হইতে ট্রেণে করিয়া ইংলণ্ড যাইবেন । অবশু আমাদের চেয়ে পূর্ব্বে পৌছিবেন । Genoa বন্দরে ঢুকিবার মুখে দুইদিকে পাথরের গাথুনি উচ্চ প্রাচীর, মধ্যস্থান দিয়া জাহাজ প্রবেশ করে ; বন্দরের চারিদিকে বড় বড় •উচ্চ পাহাড়, তাহার উপর বড় বড় অট্রাণিক । ইটালীয়েন মাঝি দাড় টানিয়া নৌকা বাহিয়া লইয়া যাইতেছে ; এদের ভাষা ভিন্ন রকম, ইংরাজী বোঝে না । জাহাজে নানাবিধ ফল, খেলনা, ছবি লিক্রয়ের জম্ভ

  • ७३ कथाके शंलाभौब्र! *whistle' 4द्र अtपं-बाबशद्र कब्रिउ ।