পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌbr আমেরিকা ভ্রমণ এবং ফটকের উপর প্রস্তরনির্ম্মিত বড় সিংহ ও ব্যাঘ্র দাড় করান আছে । দোতলায় পাথরের দুইটী গরু ও দুইটী ঘোড়াকে বসাইয়া রাখা হইয়াছে ; তাহাদের মুখ হইতে দিবারাত্র সজোরে জল নিৰ্গত হইয়া, তাহাদের নীচে যে একটী পুকুর আছে, তাহাতে পড়িতেছে । সেই পুকুরেব পারে একটা ফোয়ারা আছে, জল ফোয়ারা হইতে উছলাইয়া উঠিতেছে এবং ঝম ঝম শব্দে পতিত হইতেছে ; ঐ palaceৱ পশ্চাৎভাগে একটী বাগান আছে । এদেশের মুদ্রা ফ্রাঙ্ক ও সেন্টিম্; ফরাসী ভাষা জানা না থাকিলে ফরাসীদের সহিত কথা কহ যায় না । একটী নাপিতের দোকানের sign-board এ লেখা ছিল যে, চুল ছাটিবার জন্য ২৫ সেটিম লওয়া হয় । তাহা জানিয়া আমি চুল ছাটিবার জন্য ঐ দোকানে প্রবেশ করিলাম। ফরাসী নাপিত আমার চুল ছাটিয়া দিল মধ্যে মধ্যে কি ষে বলিতেছিল তাঙ্গ আমি বুঝিতে পারলাম না। চুল ছাট হইলে ২৫ সেটিম দিতে যাইলে, তাহা সে লঙ্গল না, অবশেষে আমার নিকট হইতে কিছু বেশী আদায় করিয়া আমাকে অব্যাহতি দিল । জাহাজে নাপিত থাকে, তবে বেশী লইবে ভাবিয়া ডাঙ্গায় ਨੂੰ ছ’টাইতে আসিয়াছিলাম, কিন্তু এখানে সস্তার তিন অবস্থা ঘটিল । মনে মনে ঠিক করিলাম যে যাহাদের কথা বুঝিব না, তাতাদের দ্বারা আর কোন কাজ করাষ্টব না । ২৩শে সেপ্টেম্বর প্রাতে ৫ ঘটিকার সময় আমরা মাসেল ছাড়িয়া চলিলাম । R8to 2 to Balearic Isles, Majorca s lviza fog. To দেখা গেল। বৈকালে Spain এর দক্ষিণ সীমা দেখা গেল । ২৫শে বেলা ৫ টায় সময় Gibraltar এর পাশ দিয়া আমরা চলিলাম ; সেই সময় ব্রিটীশ পতাক। আমাদের জাঙ্গজের মাস্তুলের নিকট পৎ পৎ করিয়া কিছুক্ষণের জন্ত উড়িল । তাছার পর লম্বা লম্বা পাহাড় আর lighthouse #3 CW-1 Coso I Mediterranean Sea &totăţ Atlantic