পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ ২৩ যেমন করিয়t চটকায় তেমনি করিয়া থাই—কি স্তু সে চলিয়া ও মাইল না, অীর ...S. যাইতে বলিতেও পারিলাম না । Bayswater'র বাঙ্গালী ছাত্রের! আমাকে বলিতেন যে গরু ও শূকরের মাংস না থাইলে এ দেশে শরীর থাকিবে না । ৩৩ নং Artesian Road এ ৫ দিন থাকিয়া মিঃ ডিনের বাড়ীতে ১৫ই অক্টোবর অবধি থাকি, এপানে যথেষ্ট Indian dish খাষ্টতে পাইতাম ; ভাত, ডাল, কপির তরকারি, ডিমের তরকারি, চিঙ্গড়ি মাছের কাট্‌লেট, মাটন চপ্‌, মাংস, আলুর দম, মাছ ভাজা, ডিম ভাজা, মোহনভোগ, পায়ুস, কেক, আপেল, কলা, পাউরুট ও চা পাইতাম । লগুনের অনেক বাড়ীতে স্নানের বন্দোবস্ত থাকে না । সে জন্ত Public bath-house osco First class bathod of এক শিলিং, second class bathএর জন্য ছয় পেনি করিয়া লইয়া থাকে Bath-houseএর টিকেটবিক্রেতা এক শিলিং অর্থাৎ w• আন দিলে একটী ছোট রকমের টিকিট দেয় । ঐ টিকিট bath-boyকে দিলে সে স্নানের ঘরে লইয়া যায় । তথায় নুতন সাবান, পরিষ্কার তোয়ালে, bath-tub, গরম জল, ঠাণ্ড জল, আয়না, চেয়ার, বৈদ্যুতিক আলো প্রভৃতি থাকে । কোন কোন ঘরের দরজায় engage লেখা থাকে, তাহা হইলে বুঝা যায়, কেহ না কেই সে ঘরে স্নান করিতেছে। স্নান করিবার ঘরে ঢুকিয় ভিতর দিক হইতে দরজা বন্ধ করিয়া দাও। তখন একেবারে উলঙ্গ হইয়া স্নান কর । তারপর সেই ঘরে মাথা মাচড়াঠয়া ও dress করিয়া “ফুল” সাহেব হইয়। রাস্তার বাহির হও । এ আমাদের বাঙ্গালীর স্নানের মতন নহে ষে বাড়ী হইতে কাপড়টা, তোয়ালেট, তেলট চাকর লইয়া যাইবে বা চাকরে গায়ে তেল মালিস করিয়া দিত্ত্বে। এখানে স্নান করিতে আসিলুে কিছু