পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাgষ্টতাম। যখন লিখিতাম তখন হইতে মনের মধ্যে এই ইচ্ছ ছিল যে ভবিষ্যতে এই গুলিকে একত্র করিয়া পুস্তকাকারে প্রকাশিত স্বদেশে প্রত্যাবর্ত্তন করার পর ট্রেণে ভ্রমণ করবার সময়, রাস্তায় হঁটিতে ঠাটিতে, বার লাইব্রেরীতে প্রফেসংস্ rooluএ ছলদের গেষ্টেলে যখনই বিদেশের গল্প, বিশেষতঃ আমেরিকার গল্প বল তখন সকলেই বিশেষ আগ্রহ করে শুনেন। তাহাদের এবং অ%া বন্ধুদের উৎসাহে "আমেরিকা দমণ” এক্ষণে প্রকাশিত করিতে সমর্থ হইলাম। আমার ছাত্রবৃন্দ, পরিচিত ভদ্রলোক, ও বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই প্রায়ই আমাকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন। তজ্জন্ত আমার এই পুস্তকে আমি বিশ্ববিদ্যালয়ের কথাই কিছু বেশী করিয়া বলিবার প্রয়াস করিয়াছি। আমেরিকার গল্প কথন পুরাতন হয় না ও কখন ভুলিতে পারা যায় না, সেই Columbus কর্তৃক আবিষ্কৃত নূতন পুথিবী অর্থাং আমেরিক এখনও আমার চক্ষের নিকট জাজ্বল্যমান । বিদেশ ভ্রমণে যে নিরতিশয় আনন্দ লাভ করা যায় তাগ বলা বাহুগ্য। কিন্তু সকলের ভাগে বিদেশ ভ্রমণের সুযোগ ঘটে না। যাচাদের ভাগ্য এ সুযোগ ঘটে মাছ, মশা করি গঙ্গার আমার এই পুস্তক পাঠ করিয়া অনেক কৌতূহলোদ্দীপক নূতন সংবাদ অবগত হইবেন ও বিদেশভ্রমণের আনন্দ কতকটা ঘরে বসিয়াই উপভোগ করিতে পারবেন। বহরমপুর কলেজের অধ্যাপক শ্রীযুক্ত ভোলানাথ চট্টোপাধ্যায়, এম, এ, বি, এল মহোদয় আমার এ পুস্তকখানির ভাষা স্থানে স্থানে দেখিয়৷ দিয়াছেন, সে জন্ত আমি তাহার নিকট কৃতজ্ঞ আছি। বঙ্গ রমপুর শ্রীসত্যশরণ সিংহ X5#, २७२१