পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 আমেরিকা ভ্রমণ বর পদব্রজে হাটিয়। তবে ভাঙ্গানি আনিয়া থদেরকে বিদায় করা হয় । আমরা তাহার মূল্যবান সময় অযথা নষ্ট করিয়া দিই । নিউইয়কে একটা দোকান আছে, তাহার নাম “ to (ont Store” অর্থাৎ এখানে যত রকমের জিনিষ সবারই কিন্তু এক দর অর্থাৎ /> আনা । L • আনার কম দামের বা বেশী দামের কোন জিনিষ নাই । এক দিন দেখি একটী রাস্তায় একজন লোক নূতন গানের স্বরলিপি বিক্রয় করিতেছে । সে রাস্তায় দাড়াইয়t hand-orgaা বাজাইতেছে আর ঐ নূতন গানটা গাহিতেছে, এতে সে স্থানে অনেক লোক জড়ে ###I c?!ỡĩ ! C# 3ffaiềg Rta fgā-“There is no body who loves like mother.' ( এ জগতে মার মতন ভাল বাসিতে পারে এমন অপর কেহ নাই ) । সে বাক্তি বার বার ঐ গানটী গাইল, অর্থাৎ সে তৎক্ষণাৎ শ্রোতৃগণকে গানটা শিখাষ্টয়া দিল । শ্রোতার তথন সকলে এক এক কপি করিয়া ঐ গানের স্বরলিপি কিনিয়া লইল । BB SBBBS BBB DBBS BB BB BBBDSBBS BB BBS বা বসা জানে । আর একদিন এই সন্ধ্যা হইয়া আসিতেছে, এমন সময় একটী লোক ব্যাগে কতক গুলি ছবি লইয়া রাস্তার এক কোণে আসিয়া বলিতেছে— “ভদ্রলোকগণ ! আমি ধে ছবি বিক্রয় করিতেছি, তাহার দাম মোটে ৫ সেণ্ট ( ১ • পয়সা ) । এ ছবি গুলি অশ্লীল । ওই বুঝি পুলিস এ দিকে আসছে”—এঠ অবধি বলিয়া সেখান হইতে দৌড় মারিয়া রাস্তার তার এক কোণে আসিয়া দাড়াইল । আমিও সেই সময় সেখানে ছিলাম। পশ্চাৎ দিকে তাকাইয়া দেথি পুলিস ত নাই, সে এই রকম চাল দিয়া লোকের কিনিবার ঔৎসুক্য বদ্ধনের চেষ্টা করিতেছে। সেই সমস্ত লোক আবার তা তার পশ্চাৎ ধাবন করিয় তাহার নিকট আসিল, এ স্থানে তাহার দ্বিগুণ খরিদদার হইল । সে সেখানে দাড়াইয়! আবার