পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ আমেরিকার factoryতে আমাদের সহজে প্রবেশলাভ ও শিক্ষালাভ করিতে পারা যায় কি না “আমেরিকায় কালা বিদ্বেষ আছে । এই জন্ত আমাদের মধ্যে কেত কেহ মাথায় পাগড়ী, চোগ। চাপকান লাগাইয়। রাস্তায় হঁটিয়ু বেড়ান । এত দূর southern states ছাড়া অন্ত কোথায় করিবার কোন দরকার হয় না । ইহাতে বরং অনেক সময় অসুবিধ বোধ করিতে হয় । এ রকম "সং" সাজিয়া lactoryতে ঢুকিবার চেষ্টা করিলে boss অর্থাং প্রধান কারকর বলিবে কোথাকার একটা অদ্ভূত পাগল বিদেশয় এসেছে । “যদি কোন আমেরিকানদের নামে lactoryতে ঢকাইয়া দিবার জন্য সুপারিস পত্র থাকে, সে ভদ্রলোকটী না হয় তখন বলিবেন— “আমার যাচ্ছ ক্ষমতায় কুলায় তাহা আমি আপনার জন্ত করিব। আপ’ন কিছু দিন পরে আমার সঙ্গে দেখা করিবেন। আপনাকে দেখিয়া আমার বড় আনন্দ হইল” ইত্যাদি। তাছার কিছু দিন পরে দেখা করিতে গেলে, তখন তিনি বলবেন—“ও, আমি বড়ই দুঃখিত আমি কিছুই আপনার জন্ত করিতে পারিলাম না । ইহারা বিদেশীয়দের factorycē zēto Ri ” "প্রথমে factoryতে ঢুকিয়া কিছু শিখিব—এ আশা একেবারে ছাড়িয়া দেওয়া দরকার । শতকরায় একটী ছেলে হয় ত factoryতে মুকিতে পারবে। ঢুকিয়াও ভাল রকম শিখিতে পারবে না ; ইহারা ব্যবসার secret বড় একটা বিদেশীয়দের Rtv. Ri | Factorycz R ঢুকিতে পারার অনেক কারণ আছে, factoryর boss বলিবেন, “তুমি