পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

d > R ख्वारी]-ब्ााट्टो । কলিকা কৃষ্ণা ! তোকে অকালে মৃত্যুর হাতে সঁপিয়া দিতেছে, প্রাণে কি বলিয়া সাস্তুনা দিব কৃষ্ণা ?” এ কথায় কৃষ্ণার চক্ষেও জল আসিল । তিনি কহিলেন“মা, ও কথা আর মনে করিয়া, যাইবার সময় প্রাণে ব্যথা দিও না। মিবার ডুবিয়াছে, আর বুঝি উঠবে না। কিন্তু তাই বলিয়া মিবার-রমণী আমরা মিবারকে যেটুকু তুলিতে পারি,- তাই বা ছাড়িব কেন ? মিবার আপনি বীরের নামেও যেমন, বীরাঙ্গনার নামেও তেমনি ধন্য । মিবারের বীর বীরধর্ম্ম ভুলিয়াছে বলিয়া, বীরাঙ্গনা আমরা কেন সে ধর্ম্ম ভুলিব ? কে জানে মা, বীরাঙ্গনার বীরধর্ম্মে আবার মৃত মিবার জাগিবে। না ? মৃত্যুকালে জগদীশ্বরের নিকট আমার এই মাত্র প্রার্থনা, আমার মৃত্যুতে মিবারের পাপের প্রায়শ্চিত্ত হউক, আমার – মৃত্যুসংবাদ মিবারবাসীর প্রাণে আঘাত করিয়া নুতন বীরধর্ম্মে— নূতন মহাপ্রাণতায় সকলকে জাগাইয়া তুলুক।” an রাণার নিকট সংবাদ গেল,-আগুনে হউক, বিষে হউক, তরবারির আঘাতে হউক,-যে বিধান স্থির হয়, কৃষ্ণকুমারী তাহাতেই মরিতে প্রস্তুত । কেহ কোন শব্দ করিলেন না। বিষ প্রেরিত হইল। বিষ আসিল । কৃষ্ণা, উৰ্দ্ধনয়নে যুক্ত করে, আপনার মনস্কামনা জগদীশ্বরের পদে নিবেদন করিয়া অমান বদনে বিষ পান করিলেন । 曼 忌 বিষে কৃষ্ণার কিছুই হইল না ।