পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুৰ্গাবতী। RN9 ক্ষত্রিয় বীরের পক্ষে এরূপ কার্য্য অধর্ম্ম নহে। এরূপ বীরকে কোন ক্ষত্রিয়বালার আত্মদানও অবমাননার কার্য্য নহে । বীরাঙ্গনা বীরত্বের পক্ষপাতিনী।।*।। বীর্য্যবলে কোন বীর যদি কোন কন্যাকে হরণ করিতে পারেন, সে কন্যা কেন সেই বীরকে বরণ করিয়া আপনাকে সম্মানিত মনে করিবে না ? দলপৎ যদি সত্য সত্যই আমার প্রতি অনুরক্ত হন, বীরমার্য্যাদা যদি তঁার থাকে, পিতার অমত সত্ত্বেও বলপূর্বক তিনি আমাকে গ্রহণ করিবেনই। যদি তিনি তা পারেন, আমিও তার গলে মালা দিয়া কৃতার্থ হইব ।” দুৰ্গাবতীর আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হইল। দলপৎ বহু সৈন্য সহ মহাবীরাজ্য আক্রমণ করিলেন। মহব্বারাজ পরাজিত হইলেন। দলপৎ দুৰ্গাবতীকে লইয়া গড়মণ্ডলে ফিরিয়া গেলেন। অবিলম্বে দুৰ্গাবতী গড়মণ্ডলের রাজমহিষী হইলেন। ( R ) নিৰিবাহের घ्राद्रिं বৎসর পরে একটি শিশুপুত্র রাখিয়া দলপৎ দেহত্যাগ করেন। শিশু বীরনারায়ণের প্রতিনিধি স্বরূপ দুৰ্গাবতী গড়মণ্ডল শাসন করিতে লাগিলেন। পনর বৎসরে তঁাহার শাসন গুণে গড়মণ্ডল বিশেষ সমৃদ্ধ হইয়া উঠিল। স্থানে স্থানে বৃহৎ পুষ্করিণী প্রতিষ্ঠায় ও অন্যান্য নানাবিধ লোক