পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्ींवठौ । OVOQ কুষ্ঠিত হইত না। আমরাও ধর্ম্ম রক্ষায় শত্রুর পায়ে দয়া ভিক্ষা করিতাম না । যে ছার প্রাণ রক্ষার আশায় ক্ষত্রিয়সন্তান হইয়া ক্ষত্রিয় ধর্ম্মে জলাঞ্জলি দিয়া শত্রুর দয়ার ভিখারী হইয়াছিলে, সেই প্রাণ রক্ষা করিতে পারিতেছি কি ? ক্ষত্রিয় গৌরবে বীরের মত যারা যুদ্ধে মরিত, তারা আজ হীন শৃগাল কুকুরের মত মরিতেছে! তোমার নেতৃত্বের উপর নির্ভর করিয়া দুর্গে যারা ছিল, তাদের এই দশা দেখিয়া কোন লজ্জায় আজ দেহে প্রাণ লইয়া জীবিত আছ ? কোন মুখে নিজ প্রাণ লইয়া অন্তঃপুরে পলাইয়া আসিয়াছ ?” মরণের অধিক মরিয়া-লক্ষণ কহিলেন,-“দেবী, আমি সহস্ৰাবার আপনার তিরস্কারের যোগ্য। কিন্তু প্রাণভয়ে আমি অন্তঃপুরে আসি নাই। আপনাদিগকে লইয়া নিরাপদে যদি কোন পথে পলাইতে পারি, সেই চেষ্টায় আসিয়াছি। দুৰ্গে আর বিলম্ব করিলে আপনাদের ধর্ম্ম রক্ষা হওয়া অসম্ভব इव ° দুৰ্গাবতী কহিলেন,-“ধর্ম্ম রক্ষার জন্য ক্ষত্রিয় রমণীর পলাইবার প্রয়োজন হয় না। জীবনে আর কোন সুখ, কোন সম্মানের আশায় পলাইব ? রাজ্য গেল, স্বাধীনতা গেল, মান সন্ত্রম সব গেল ; ছার প্রাণ কি এতই বড়, যে, তার আশায় সিংহিনী হইয়া শৃগালীর মত পলাইয়া গিয়া বনে लूकाश्ग्रा थांकिद ? धिक्। कडिग्र नानी qभन शैन औदन চায় না । ইচ্ছা হয়, তুমি পলাও । এই দুর্গ হারাইয়া, দুগৰ