পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জিজাবাইট । S 8. আবার হিন্দুর গৌরব প্রতিষ্ঠা করিবে। এই উচ্চ কামনায় মহাপ্রাণা সাংসারিক সুখ বিচ্ছিন্ন জিজার হৃদয় ক্রমে একেবারে পূর্ণ হইয়া উঠিল। এই কামনা লইয়া জিজা নিত্য মনে-প্রাণে শিবাই দেবীর অৰ্চনা করিয়া প্রার্থনা করিতেন। দেবীর মন্দিরে বসিয়া তদগতচিত্তে করজোড়ে জিজা কহিতেন,- “-মা ! সংসারে আমার আর কোন সুখ নাই, কোন সুখের আকাঙ্ক্ষাও রাখি না। গর্ত্তে তুমি যে সন্তান রাখিয়াছ, সে তোমারি হউক। তোমার দয়ায়, তোমার বরে তোমার শক্তি লইয়া সে পৃথিবীতে ভূমিষ্ঠ হউক। সেই পুত্র হইতে আমি নিজে কোন সুখ চাই না, পুত্রেব নিজের ভোগ সুখও আমি বাসনা করি না । একমাত্র তোমার দাস হইয়া তোমার সেবায় তার মানব জীবন সার্থক হউক । মা, নিত্য যে ভক্তি লাইয় তোমাকে ডাকি, তোমাকে পূজা করি, সেই ভক্তি তোমার কৃপায় আমার গর্ভস্থ শিশুর হৃদয়ে সঞ্চারিত হউক, সেই ভক্তির আশীর্বাদে তোমার বিশ্বজয়িনী বিশ্বপালিনী শক্তিতে তার প্রাণ ဈချိ ́ হউক -সেই শক্তিতে ভারতে তোমার ধর্ম্মরাজ্য প্রতিষ্ঠিত হউক। আর আমার কোন বাসনা, কোন প্রার্থনা নাই মা । তোমার দাসী আমি এই একমাত্র বাসনা, একমাত্র প্রার্থনা লইয়া নিত্য তোমার দ্বারে আসিয়া তোমাকে ডাকিতেছি। দাসীর প্রার্থনা কাণে শোন মা ; দাসীর বাসনা পূর্ণকর মা।