পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उांद्रांबांहे । তাহার পুত্র দ্বিতীয় শিবাজির মৃত্যু হইল। মন্ত্রিগণ রাজারামের দ্বিতীয় পত্নীর পুত্র শাস্বজিকে কোহলাপুরের সিংহাসনে বসাইলেন । রাজমাতারূপে তারাবাইএর আধিপত্য ও রাজ্যশাসনে যে অধিকার ছিল, তাহা গেল। সাহুর পেশোয়া বলজি বিশ্বনাথের বিপক্ষে আর আপনি শক্তি রক্ষা করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। কোহলাপুরের শক্তি ক্ষীণ হইল। পেশোয়ার প্রতিভাবলে সেতারায় সাহুই মারাঠা দেশে প্রাধান্য লাভ করিলেন । সকল শক্তি হারাইয়া কোনোমতে তারাবাই জীবন ভার বহন করিতে লাগিলেন । ( ( ) পেশোয়ার হাতেই সকল ভার সঁপিয়া দিয়া নিশ্চিন্ত আমোদ-প্রমোদে দুর্বল সাহু জীবন কাটাইতেন। তারাবাই যে আশঙ্কা করিয়াছিলেন, ক্রমে কার্য্যতও পেশোয়াই মারাঠা রাজ্যের সর্বময় কর্ত্ত হইয়া উঠিলেন । বলজিবিশ্বনাথের , মৃত্যুর পর তাহার পুত্র বাজিরাও পেশোয়া হইলেন। শিবাজির পর বোধ হয়। বাজিরাও এর মত প্রতিভাশালী পুরুষ আর মারাঠা দেশে জন্মগ্রহণ করেন নাই। শিবাজি মারাঠা জাতিকে গঠন করিয়া মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন, রাজারামী ও তাহার সমসাময়িক বীরগণ ভীষণ মোগল