পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ट्री-नांड्रौ । নীরবে সমুদায় নির্যাতন সহা করিয়া বীরত্বাভিমানিনী সংযুক্তা, পিতৃগৃহে অতি কষ্টে দিন যাপন করিতে লাগিলেন।. এদিকে বীরকেশরী পৃথিরাজ এ সংবাদ শুনিবা মাত্র কনোজ আক্রমণ করিলেন, এবং যুদ্ধে জয়চাঁদকে পরাস্ত করিয়া সংযুক্তাকে লাইয়া দিল্লীতে ফিরিয়া গেলেন । ( . ) s2r ঘটনায় পৃথুিরাজের প্রতি জয়চাঁদের বিদ্বেষ শতগুণে বৃদ্ধি পাইল। তিনি সর্বদা এই অবমাননার প্রতিশোধের উপায় চিন্তা করিতে লাগিলেন। এই সময় সাহাবুদিন মহম্মদ ঘোরী বিপুল বিক্রমে ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তস্থিত ক্ষুদ্র রাজ্যগুলি আক্রমণ করিতেছিলেন। পাপিষ্ঠ ক্ষত্রিয়কলঙ্ক জয়চাঁদ, নিজশক্তিবলে পৃথিরাজকে কখনো দমন করিতে • পরিবেন না জানিয়া, মহম্মদ ঘোরীর সাহায্যপ্রার্থী হইলেন। তাহার প্ররোচনায় এবং গুপ্ত সাহায্য লাভের আশায় মহম্মদ ঘোরী দিল্লীরাজ্য আক্রমণ করিলেন । পৃথিরাজ রাজ্য রক্ষার জন্য যুদ্ধের আয়োজন করিলেন। পৃথি রাজের ‘পরমবন্ধু ও ভগিনিপতি সমরসিংহ চিতোর হইতে র্তাহার সাহায্যের জন্য সসৈন্যে দিল্লীতে আসিলেন। যুদ্ধযাত্রার সময়, নিজ হস্তে সংযুক্তা, বীর স্বামীকে বীরসাজে সাজাইয়া দিলেন। শেষ বিদায় কালে, স্বামীর চিত্ত পাছে দুর্বল হয়, পাছে প্রিয়তমা পত্নীর প্রেমের মোহে যুদ্ধক্ষেত্রে তিনি ক্ষত্রিয়োচিত