পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ड्षां-नांद्री । অগতা রাণী অলঙ্কারে ও নগদে একলক্ষ টাকা সিপাহীদিগকে বুঝাইয়া দিলেন। আনন্দে সিপাহীরা রাণীর জয়ধবনি করিল, এবং, এ রাজ্যের মালিক রাণী, এই ঘোষণা করিতে করিতে দিল্লীর দিকে গেল । ঝানসী এখন অরাজক। ইংরেজের শাসন বিধ্বস্ত হইয়াছে। সিপাঙ্গীরাও চলিয়া গিয়াছে ; কতদিনে আবার ইংরেজ আসিয়া কানসীতে শাসন ও শান্তি স্থাপন করিবেন, তাহার স্থিরতা নাই। অরাজকতায় ও বিশৃঙ্খলতায় ঝানসীর প্রজাদের বিড়ম্বনার একশেষ হইবে । রাজা হারাইয়াও প্রজাদের প্রতি স্নেহ মমতা রাণী এখনো ত্যাগ করিতে পারেন নাই। ঝানসীতে প্রধান লোক র্যাহারা ছিলেন, তঁহাদের সঙ্গে পরামর্শ করিয়া তিনি ঝানসীর শাসনভার লাইলেন। জব্বলপুরের কমিশনারের নিকট রাণী লিখিয়া পাঠাইলেন, যে, রাজ্যে অরাজকতা উপস্থিত দেখিয়া প্রজার রক্ষার জন্য তিনি রাজ্যের শাসন-ভার হাতে নিয়াছেন। যতদিন ইংরেজ গবর্ণমেণ্ট ঝানসীতে অশযার তাহাদের অধিকার স্থাপন করিতে না পরিবেন, ততদিন তঁহাদের প্রতিনিধি স্বরূপ তিনি রাজ্যশাসন করিবেন। কিন্তু ইংরেজকর্ম্মচারীরা রাণীর এই কথা বিশ্বাস করিলেন না। যুদ্ধের গোলযোগের সময় সকল কথা ঠিক ভাবে সব যায়গায় যায় না । নিত্য কত মিথ্যা ও অৰ্দ্ধসত্য জনরবও উঠে। BBuDB BBBBBD YDD DDD LLLBB D DD DBDDS প্রমাণসহ তাহার ঠিক বিবরণ দুরন্থ ইংরেজরাজকর্ম্মচারীদের