পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

子 আর্য্য-নারী । স্বৰ্গরাজ্য 'উদ্ধার করিয়াছিলেন, যোগীন্দ্র বীর সমরসিংহের সহধর্ম্মিণী-আমিও তেমনি আজ পাঠান দলন করিয়া মিবার স্বাগ রক্ষা করিব । নির্ভয়ে তোমরা আজ এই সমরে আমার সঙ্গী হও । মিবাররক্ষা না-ও যদি হয়, রণরঙ্গিণী রাণীর সঙ্গে রণক্ষেত্রে প্রাণ দিয়া মিবারের গৌরব রক্ষা কর। পরাধীনতায় জীবনরক্ষণু করা অপেক্ষা তাও লক্ষগুণে Cਲ সর্দারগণের নিস্তেজ নিরাশ হৃদয়ে আশার উষ্ণ প্রবাহ ছুটিল। উল্লাসে সকলে কর্ম্মদেবীর জয়ধ্বনি করিয়া উঠিলেন। ব্রহ্মচারিণী বিধবা, বীরবেশে সজ্জিত হইয়া মিবারের বীরগণ সহ কুতবউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিলেন। শক্তিসেবক রাজপুতবীরগণ শক্তিরূপা রণরঙ্গিণী কর্ম্মদেবীর অধীনে অদম্য উৎসাহে যুদ্ধ করিতে লাগিলেন। সে বিক্রম মুশলমানেরা সহ্য করিতে পারিলেন না। বীরাঙ্গনা কর্ম্মদেবীপরিচালিত সৈন্যের সম্মুখে কুতবউদ্দিন পরাস্ত হইলেন । ভারতবিজয়ী পাঠানবীর এইরূপে ভারত ললনার হস্তে পরাজিত হইয়া দিল্লীতে প্রত্যাগমন করিলেন। যোগীন্দ্র নাই, কিন্তু যোগীভদ্রানী স্বরূপ কর্ম্মদেবীর পরাক্রমে আজ মিবার অজেয় রহিল ।