পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No আর্য্য-নারী । অনেক সময় রাণী ভবানী যেমন হিসাবের অতিরিক্ত ব্যয় করিয়া ফেলিতেন, সেইরূপ ঘটিল। সঙ্গে যে টাকা গিয়াছিল, তাহা ফুরাইয়া রাণীর আরো এক লক্ষ টাকার প্রয়োজন হইল । রাজসাহী হইতে এই টাকা আসিতে বিলম্ব হওয়ায় তিনি কাশীর কোন ধনী বণিক ও মহাজনের নিকট এক লক্ষ টাকা ধার চাহিলেন । এই শ্রেণীর লোকের মধ্যে চিরদিনই এমন অনেক আছেন, র্যাহারা কিছু বেশী হিসাবী এবং নিজেদের টাকাকড়ি ও ব্যবসায় বাণিজ্য ছাড়া সংসারের আর কিছু খবর রাখেন না। এই মহাজন সেই প্রকৃতির লোক । তিনি বলিলেন, “বাঙ্গালা হইতে এমন অনেক রাজা ও রাণী অ্যাসিয়া থাকে। রাণী DBDD BBB BBB DBDD YB DS S BDDBDSBDD DDD वि न ” রাত্রিতে বণিক স্বপ্নে দেখিলেন, স্বয়ং অন্নপূর্ণ র্তাহার কাছে আসিয়া কহিতেছেন, “মুখ, তুই আমার প্রার্থনা অগ্রাহ করিয়াছিস্ ? আমি টাকা ধার চাহিলাম, তাই দিলি না ? আমি ও রাণী ভবানী যে এক ; আমাদের মধ্যে কোন পার্থক্য নাই। আমিই রাণী ভবানীরূপে কাশীতে আসিয়া সকলকে অন্ন বিতরণ করিতেছি। আমার সেই অন্নদানে তুই বাধা দিতে চাস্!” বণিক জাগিয়া ভয়ে কঁাপিতে লাগিল। রাত্রি প্রভাতেই টাৱক লইয়া রাণী ভবানীর বাড়ীতে গিয়া তাহার চরণ দর্শন প্রার্থনা করিল। রাণী ভবানী বলিয়া পাঠাইলেন, “এখানে নয়। অন্নপূর্ণার মন্দিরে সাক্ষাৎ হইবে।”