পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gy अर्थ-नांद्री । নাই। সংগ্রামসিংহ জীবিত নাই। তাহার বিপুল রাজপুত সৈন্য ধ্বংস হইয়াছে। হতবল চিতোর অন্তর্বিবাদে ছিন্ন বিচ্ছিন্ন। গুজরাটরাজ বাহাদুরসহ এই সুযোগে মালবরাজের সহায়তায় প্রবলবিক্রমে চিতোর আক্রমণ করিলেন। দুৰ্বন্ধি বিক্রমজিৎ অসন্তুষ্ট সর্দারগণের নিকট হইতে বিশেষ কোন সাহায্য পাইলেন না। প্রবল বিদেশী শত্রু দেশে উপস্থিত, রাজা অযোগ্য ; সর্দারগণ রাজার সহায় হইতে বিমুখ। এমন দুৰ্দশা বোধ হয় মিবারে কখনো আসে নাই । বিক্রমজিৎ, পরাজিত হইয়া পলায়ন করিলেন, মুশলমান চিতোরে প্রবেশ করিতে উদ্যত। রাজপুতনারীরা জহর ব্রতের (অর্থাৎ সকলে একত্র হইয়া অনলকুণ্ডে প্রাণ বিসর্জন করিবার) আয়োজন করিলেন। তখন রাজমহিষী জীবহর বাই সকলকে সম্বোধন করিয়া কহিলেন“রাজপুত বীরাঙ্গনাগণ, আজ এই দুর্দিনে নারীধর্ম্মের মর্য্যাদারক্ষার জন্য আমরা সকলে অগ্নিকুণ্ডে দেহ বিসর্জন করিত্যুে প্রস্তুত হইয়াছি। ইহাতে আমাদের সম্মান রক্ষা হইবে সত্য, কিন্তু দেশের আর কোন হিতসাধন হইবে না। এতগুলি রাজপুতরুমণী আমরা যদি মরিতে প্রস্তুত ‘হুইয়াছি, বৃথা কেন মরিব ? এ মরণের বিনিময়ে দেশের শত্রুনাশকি আমরা করিতে পারি না ? চিতোর বীরাঙ্গনার বাহুতে কি শক্তি নাই ? যে কর আমরা রাজপুত বীরের হস্তে সমর্পণ করিয়াছি, সে করে কি রাজপুতবীরের হাতের ভূষণ আমরা ধরিতে পারিব না ? কেবল বসনভূষণে সাজাইবার জন্য বিধাতা রাজপুতরমণীর দেহ গঠন