পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2is বিপদের শিক্ষায় বিক্রমজিতের চরিত্র কিছুই সংশোধিত হইল না। তঁহার উদ্ধত ব্যবহার ক্রমে এত বাড়িল, যে, সর্দারগণ আর তাহ সহ্য করিতে পারিলেন না। বিক্রমজিতকে তাহারা পদচু্যত করিতে সংকল্প করিলেন। কিন্তু কে রাণা হইবে ? বিক্রমের কনিষ্ঠ ভ্রাতা উদয়সিংহ এখনো বৎসরের শিশু। রাণবংশে এমন শক্তিশালী পুরুষ হ নাই, যিনি বিক্রম ও বিক্রমের পক্ষীয় যাহারা তাহাদিগকে দিমনে রাখিয়া মিবার শাসন করিতে পারেন । রাণাবংশীয় ভূতপূর্ব কোন রাজপুত্রের বনবীর নামে দাসীগর্ভসস্তৃত মহাবীর এক পুত্র ছিল। সর্দারগণ অগত্যা বিক্রমকে রাজ্যচু্যত করিয়া উদয়ের বয়োপ্রাপ্তিকাল পর্যন্ত বনবীরকে রাণাপদে অভিষেক করিলেন । রাণা হইয়া বনবীরের দুরাকাঙক্ষা বাড়িল । আপনাকে এবং আপনার বংশকে রাণাপদে চিরস্থায়ী করিবার অভিলাষে, সে, বিক্রম ও উদয়কে হত্যা করিতে সংকল্প করিল। পিতৃমাতৃহীন শিশু উদয়কে পান্না নামে রাজপুত বংশীয়া এক ধাত্রী প্রতিপালন করিতেন। চন্দন নামে উদয়ের সমবয়স্ক পান্নার এক পুত্র ছিল। শিশু দুইটিকে পান্না সমান যত্নে