পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবহুল-সূর্যদেৰী । ( R ) দয়সিংহের রাজত্বকালে আকবরসহ তরুণ বয়সে দিল্লীর বাদসাহ হইলেন। দিল্লীতে, কি পাঠান, কি মোগল, যত মুশলমান সম্রাটু রাজত্ব করিয়াছেন, বীরত্বে, রাজনীতির কৌশলে, মহত্ত্বে ও রাজগৌরবে আকবর সর্বশ্রেষ্ঠ ছিলেন। অতি অল্পকালের মধ্যে উত্তর ভারতবর্ষে আপনার সাম্রাজ্য বিস্তার করিয়া তিনি চিতোর আক্রমণ করেন। ষোড়শ বর্ষীয় বালক বীর পুত্ত এই সময় কৈলবারা প্রদেশ শাস্নান করিতেন। পুত্তের জননী কর্ম্মদেবী সর্ববিষয়ে আদর্শ রাজপুত মহিলা ছিলেন। পুত্ত বয়সে বালক হইলেও, জননীর সহায়তায় নিজের অধীনস্থ প্রদেশ সুশাসনে রাখিয়াছিলেন । আকবর চিতোরু আক্রমণ করিয়াছেন সংবাদ আসিলে, কর্ম্মদেবী পুত্তকে কহিলেন,-“পুত্ত, প্রবল শত্রু মিবারে উপস্থিত। যুদ্ধের আয়োজন কর। সৈন্য লইয়া অবিলম্বে চিতোর রক্ষা করিতে যাও।” পুত্ত কহিলেন,-“মা, রাণা তা যুদ্ধে আমাকে আহবান कन्न बरे !” •