পাতা:আলালের ঘরের দুলাল.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১২২ ]

লালের নিকট ঠকচাচা মণিহারা ফণির ন্যায় বসিয়া আছেন —হাতে মালা —ঠোঁট দুটী কাঁপাইয়া২ তস্‌বি পড়িতেছেন, অন্যান্য অনেক কথা হইতেছে কিন্তু সে সব কথায় তাঁহার কিছুতেই মন নাই —দুই চক্ষু দেওয়ালের উপর লক্ষ্য করিয়া ভেল্‌২ করিয়া ঘুরাইতেছেন —তাক্‌বাগ কিছুই স্থির করিতে পারেন নাই। বেণী বাবু প্রভৃতিকে দেখিয়া ধড়্‌মড়িয়া উঠিয়া সেলাম করিতে লাগিলেন। ঠকচাচার এত নম্রতা কখনই দেখা যায় নাই। ঢোঁড়া হইয়া পড়িলেই জাঁক যায়। বেণী বাবু ঠকচাচার হাত ধরিয়া বলিলেন —আরে! কর কি? তুমি প্রাচীন মুরুব্বি লোকটা —আমাদিগকে দেখে এত কেন? বাঞ্ছারাম বাবু বলিলেন —অন্য কথা যাউক —এদিকে দিন অতি সংক্ষেপ —উদ্যো‌গ কিছুই হয় নাই —কর্ত্তব্য কি বলুন?

 বেচারাম। বাবুরামের বিষয় আশয় অনেক জোড়া —কতক বিষয় বিক্রি সিক্রি করিয়া দেনা পরিশোধ করা কর্ত্তব্য —দেনা করিয়া ধুমধাম শ্রাদ্ধ করা উচিত নহে।

 বাঞ্ছারাম। সে কিকথা! আগে লোকের মুখ থেকে তর্‌তে হবে, পশ্চাৎ বিষয় আশয় রক্ষা হইবে। মান-সম্ভ্রম কি বানের জলে ভেসে যাবে?

 বেচারাম। এ পরামর্শ কুপরামর্শ —এমন পরামর্শ কখনই দিব না —কেমন বেণী ভায়া! কি বল?

 বেণী। যে স্থলে দেনা অনেক, বিষয় আশয় বিক্রি করিয়া দিলেও পরিশোধ হয় কি না সন্দেহ, সে স্থলে পুনরায় দেনা করা একপ্রকার অপহরণ করা, কারণ সে দেনা পরিশোধ কিরূপে হইবে?

 বাঞ্ছারাম। ও সকল ইংরাজী মত —বড় মানুষদিগের