পাতা:আলোর ফুলকি.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
আলোর ফুলকি

 কুঁকড়ো বলে উঠলেন,’ছি ছি,ব্যাঙগুলোকে বিশ্বাস ক'রে কীভুলই করেছি। হায়, এ লজ্জা রাখব কোথায়, ওগো স্বপনপাখি।” মধুর সুরে স্বপনপাখির উত্তর এল, “দিনের পাখি তুমি নিভাক, সতেজ ডাক দাও, রাতের পাখি আমি আঁধারে ডাকি, ভয়ে ভয়ে মিনতি ক’রে। কিন্তু বন্ধু, তুমিও যাকে ডাক, আমিও তাকে ডাকি। ওরা যা বলে বলুক, তুমি আমি এক আলোরই দূত।”

 কুঁকড়ো বনের শিয়রে চেয়ে বললেন, “গেয়ে চলে, গেয়ে চলে রাত্রির স্বপন। আলোর দূত।”

 আবার স্বর উঠল আকাশ ছাপিয়ে তারার মধ্যে গিয়ে ঝংকার দিয়ে। বনের সবাই চাদের আলোয় বেরিয়ে দাড়াল সে সুর শুনে। গাছের তলায় আলো-ছায়া বিছানো, তারি উপরে হরিণ দাড়িয়ে শুনছে; কোটরের মধ্যে চাদের আলো পড়েছে, সেখান থেকে মুখ বাড়িয়ে বাচ্ছার সব শুনছে; বনের পোক-মাকড় পশু-পাখি সবার মনের কথা এক ক’রে নিয়ে স্বপনপাখি বনের শিয়রে গাইছে; জোনাকির ফুলকি, তারার প্রদীপ, চাদের আলোর মাঝে— নীল আকাশের চাদোয়ার তলায়। ব্যাঙের কড়া মুর থেকে আরম্ভ ক’রে ঝিঝির ঝিমে সুরটি পর্যন্ত সবই গান হয়ে এক তানে বাজছে যেন এই স্বপনপাখির মিষ্টি গলায়। কুঁকড়ো অবাক হয়ে বলে উঠলেন, “এ যে জগৎজোড়াগান, এর তো জুড়ি নেই। স্বপনপাখি কার কানে তুমি কী কথা বলে যাচ্ছ কে তা জানে।” অমনি কাঠবেরালি বললে, “আমনি শুনছি ছুটি হল, খেলা করো’।” খরগোস বললে, “আমি শুনছি শিশিরে-ভেজা সবুজ মাঠে চলো’” বনবেরাল বললে, “শুনছি চাদের আলো এল’” মাটি বললে, “বিষ্টির ফোটা পড়ছে যেন।” জোনাক বললে, “তারা আর তারা।” কুঁকড়ো তারার দিকে চেয়ে বললেন, “তোমরা কী শুনছ আকাশের তারা।” তারা সব উত্তর করলে, “আমরা নয়নতারার নয়নতারা।”

 কাছে সোনাল-পাখি দাড়িয়ে ছিল, কুঁকড়ো তাকে শুধালেন, “আর তুমি কী শুনছ।” সে এক মনে শুনছিল, কোনো কথা কইলে না, কেবল “ও!” বলে নিশ্বাস ফেললে।

 কুঁকড়ো সোনালিকে বললেন, “যে যা ভালোবাসে স্বপনপাখি তাকে সেই গানই শুনিয়ে যায়। আমি কী শুনলেম জানো?—‘দিন এল, গান গাও। ভোর ভয়ি, ভোর ভয়ি...’”