পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'גלל চেরাপুঞ্জীর মণ্ডলী । गूरॆण সাহেব ও প্রাইস সাহেব অধ্যক্ষ । ৫ জন ধর্ম্মোপদেশক। সর্ব্বশুদ্ধ ২২ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ১৫ জন মণ্ডলীভূক্ত। তন্নিকটবর্ত্তি ৩ পাঠশালাতে ৪০ জন শিক্ষা করে। মিশনস্থানের স্কুলে ৪২ জন বালক, এব^ ৰালিকাদের স্কুলে ১৪ জন বালিকা বিদ্যাভ্যাস করিতেছে । জলেশ্বরের মণ্ডলী । ফিলিপস সাহেব অধ্যক্ষ । শ্রীমহেশচন্দ্র ও শ্রীসাইলাশ কর্টিস প্রচারক। এই স্থানে আtবাল বৃদ্ধ ৬০ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে ১২ জন মণ্ডলীতে ভূক্ত হইয়াছে। সন্দ্রোপপত্তিকর পাঠশালাতে ২১ জন বালক, ও বালিকাদের পাঠশালাতে ১ জন শিক্ষা করে । টালিগঞ্জের মণ্ডলী । জোনস সাহেব অধ্যক্ষ । বাবেলো সাহেব ধর্ম্মঘোষক । এই মণ্ডলী লম্নকীয় ৪৫ গ্রামে নূ্যনাধিক ১৬১৬ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ৪১৪ জন মণ্ডলীতে ভুক্ত আছে । ইহার অন্তঃপাতি ২৬ জন এতদেশীয় পাঠক, ও গীর্জাঘর, ৪ পাঠশালা, ও ৫ জন শিক্ষক আছে। ঠাকুরপুকুরের মণ্ডলী । সাণ্ডিস সাহেব ও ল• সাহেব অধfক্ষ । ”صے এই স্থানের খ্রীষ্টীয়ানের নুনাধিক ২০০ দুই শত জন, তন্মধ্যে ৪০ জন মণ্ডলীতে ভূক্ত আছে।