পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حصولا (2 মির্জাপুরের মণ্ডলী। সাপ্তিস সাহেব অধ্যক্ষ। ল০ সাহেব, ও হেজল সাহেব মিশনরি। জুযোহন মথুরমোহন হাজরা প্রচারক, তভিন্ন ৫ জন পাঠক। সর্ব্বশুদ্ধ আৰাল বৃদ্ধ ১৩০ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে মণ্ডলী ভূক্ত ৪০ জন আছে। খ্রীষ্টীয়ান বালকগণের স্কুলে ৩১ জন, ও বালিকাদের স্কুলে ৩৮ জন বিদ্যাভ্যাস করিতেছে। সাধারণ ইণরাঙ্গী স্কলের অধ্যক্ষ ল৭ সাহেব, ও হেজল সাহেবের অধীন গড়ফুে সাহেব ও এতদেশীয় কএক জন শিক্ষকতা কুর্ম্মে নিযুক্ত আছেন। ইহাতে ২৬০ জন বালক পড়িতেছে। তদন্তঃপাতি দমদমার স্কুলে ৯০ জন ও রাজহাটের পাঠশালাতে ১৫৬ জন, ও ঠনঠনিয়ার, ও মানকতলার পাঠশালাতে ১৩২ জন বালক আছে। যশোহরের মণ্ডলী। পারি সাহেব অধ্যক্ষ । প্রচারকগণের নাম ঐ বণশী, শ্রীশঙ্কর, শ্রীআলীমহম্মদ, খ্রী. ওয়ারি স্, শ্রীহারাধন, ঐকালীমোহন, শ্রীগদাধর, শ্রীমনোরুদিন শ্রীকে বলরাম । 觀 এই স্থানে সর্ব্বশুদ্ধ ৪৫০ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে ২০৪ জন দশ মণ্ডলীতে ভূক্ত হইয়াছে। বালকগণের শিক্ষার্থে ও পাঠশালা স্থ। পিত আছে । ইহাতে ন্যুনাধিক ১৬০ বালক পড়ে, এব" অন্য স্কুলেতে ১৫ জন বালিকা শিক্ষা করিতেছে। যোঘিন্দের মণ্ডলী। লিপ সাহেব অধ্যক্ষ । সমুঘোষক শ্রীহারাধন, ও পাঠক শ্রীগোপাল । এই স্থানে ২ ২৮ জন গ্রীষ্টীয়ান তন্মধ্যে মণ্ডলী ভূক্ত ১০ জন আছেন । খ্রীষ্টীয়ান বালক ৬ জন বিদ্যাভ্যাস করিতেছে ।