পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫ ধর্ম্ম পুস্তকালয় ওলড় কোর্ট হেীল স্ত্রীটের (অর্থাৎ বড় লাহেবের বাটীর পূর্ব্বদিকস্থিত পথের ) ৮ ন^ ৰাটীতে স্থাপিত হইয়াছে । - তভিন্ন ডক্টর ইয়েটস সাহেৰ ইত্যাদি বাপ্টিষ্ট মিশনরিগণ কর্তৃক গত পঞ্চদশ বৎসরের মধ্যে ধর্ম্মপুস্তক ৰঙ্গ সংস্কৃত উর্দুইত্যাদি ভারতবর্ষের নানা ভাষাতে অনুবাদিত ও মুদ্রান্ধিত হয়। তাছার মধ্যে ৩ লক্ষ পুস্তক উক্তৰূপে বিতরণ বা বিক্রয় করা গিয়াছে । “ কালকউ খ্রীষ্ট্ৰীয়ান টুকিট য়্যাণ্ডবুক সোসাইটি।" এই সভ। ২৮ বৎসরাৰধি প্রসিদ্ধ হইয়াছে। এতৎ লম্নকীয় গুীষ্টীয়ান ধর্ম্মাশ্রিত বহুবিধ ক্ষুদু ও বৃহৎ পুস্তকযুক্ত পুস্তকালয়, খ্রীষ্টপরায়ণ ও অন্যান্য ধমাবলম্বিদিগের অধ্যয়ন জন্য ৰঙ্গ হিন্দী উদূ উড়িয়া সম্প্রস্থত ইত্যাদি নানা ভাষাতে রচিত, প্রভু যীশু গ্রীষ্ট ও পরিত্রাণ বিষয়ক সত্যতা, অর্থাৎ যাহা সকল প্রটিষ্টাণ্ট ( ফলতঃ রোমাণ ক্যাথলিক ধর্ম্ম বিরুদ্ধ) গ্রীষ্টীয়ান লোকেরণ স্বীকার করেন, এমত পুস্তক প্রকাশার্থে স্থাপিত আছে। টুকিট সকলের, অর্থাৎ ক্ষুদু পুস্তকের মূল্য এমন অল্প, যে ৫০ পৃষ্ঠের মূল্য এক পয়সা, বা ২০০ পৃষ্ঠের এক আন মাত্র। অন্যান্য পুস্তকও সুলভ্য। ওলড় কোর্ট হৌস স্ত্রীটের ৮ ন^বাটীতে এই সকল পুস্তক অম্বেষণ করিলে পাষ্ট বেন । কাগজের ও ছাপার মূল্যাপেক্ষা পূদ্রোক্ত পুস্তক সকল অত্যন্ত্র মূল্যে বিক্রয় হয় । তাহার কারণ এট, যে গুীষ্টীয়ান জনগণ মুদ্রাদানদ্বার সাহায্য করিয়া থাকেন। অতএব যদি বঙ্গ ঙ্গ কোন গ্রীষ্টীয়ান এতদ্বিসয়ে সাহায্য করিতে ইচ্ছা করেন, তবে সোসাইটির সমাদক রোবর ও জে এচ পাকর সাহেবের শিরোনাম দিয়া পুস্তকালয়ে প্রেরণ করলে তদান আলাদ পূদক গ্রহণ করা সাইলে ।