পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q বৎসর মাত্রেতেই এক গ্রহ এবণ ও উপগ্রহ আদৌ প্রকাশ পাইয়াছে। অদাপি আর কত অদৃশ্য হইয়া আছে, ইহ কেহ বলিতে পারে না; হইতে পারে যে অন্য গ্রহ বা উপগ্রহ ক্রমে ২ প্রকাশ পাইবে। অতি দূর শুম/স্থিত এই সকল বস্তুর অনুসন্ধান করিতে যিনি মনুষ্যদিগকে সূক্ষ বুদ্ধি প্রদান করিয়াছেন তিনি নিত্য ২ ধন্য इन्जेन । পরমেশ্বরের আজ্ঞাতে আকাশ, ও তাছার মুথের শ্বাসে আকাশের নক্ষত্রাদি নির্ম্মিত হইল। র্তাহার কথা মাত্রেতে সৃষ্টি হইল, ও তাহার আজ মাত্রেতে স্থিতি হয়। ৩৩ গীত। ৬, ৯ । ৪ গ্রহগণের চন্দ্রাদির বিষয় । গ্রছের যক্রপে সূর্য্যকে বেষ্টন করে, তক্রপে চন্দ্র সকল কোন ২ গ্রহের চতুদিগে পরিভমণ করে। বিশেষতঃ পৃথিবীর এক চন্দ্র মাত্র, কিন্তু দুরবীন দ্বারা নিশ্চয় কর গিয়াছে বৃহস্পতিকে চারি চন্দ্র ও শনিকে সাত চন্দ্র এব• হর্ষলকে ছয় চন্দ্র বেষ্টন করে ; ইহাদের মধ্যে কোল ২ চন্দ্র পৃথিবীর সমান বৃহৎ । ঐ সকল চন্দ্র সূর্যের তেজেতে দীপ্তিময় হইয় আপন ২ গ্রহকে রাজিযোগে আলোক দেয় । 雷 - শনি গুহ, নিজ সপ্ত চন্দ্র ব্যতিরেকে, অতি বৃহৎ দুই উজ্জ্বল অঙ্গুরীয়কাকতিদ্বার বেষ্টিত আছে। মধ্যস্থ অজুরী শমিহইতে ১৫••• ক্রোশ দূরে আছে, তাহার স্থলত ১০ese ক্রোশ এব• বJাস ৮৯৫০০ ক্রোশ । উত্তর