পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ભો পায় তাহাকে কৃষ্ণপক্ষ কহ। যায়। সেই তিথি সকল এই ২ নামে এদেশে বিখ্যাত হইয়াছে, যথা । শুকু। তিথি। ১ প্রতিপদ, ২ দ্বিতীয়, ৩ তৃতীয়, ৪ চতুর্থী, ৫ পঞ্চমী, ৬ ষষ্ঠী, ৭ সপ্তমী, ৮ অষ্টমী, ৯ নবমী, ১০ দশমী, ১১ একাদশী, ১২ দ্বাদশী, ১৩ ত্রয়োদশী, ১৪ চতুদশী, ১৫ পূর্ণিমা । কৃষ্ণ। তিথি । ১৬ প্রতিপদ, ১৭ দ্বিতীয়া, ১৮ তৃতীয়, ১১ চতুর্থী, ২০ পঞ্চমী, ২১ ষষ্ঠী, ২২ সপ্তমী, ২৩ অষ্টমী, ২৪ নবমী, ২৫ দশমী, ১৬ একাদশী, ২৭ দ্বাদশী, ২৮ ত্রয়োদশী, ২৯ চতুদশী, ৩০ অমাবস্যা। . শুকু প্রতি পদ অবধি অমাবস্যা পর্যন্ত যে ৩• তিথি তাহাকে মুখ্য চান্দ্র আর কৃষ্ণ প্রতিপদ অবধি পূর্ণিমা পর্যন্ত যে ৩০ তিথি তাহাকে গৌণ চান্দ্র মাস কহ যায়। অপর শুকু পক্ষীয় বা কৃষ্ণ পক্ষীয় যে কোন তিথিছইতে আরম্ভ করিয়া তাহার পূর্ব তিথি পর্যস্ত যে ৩• তিথি, তাহাকে চান্দ্র সাবন মাস কহ যায়। ইংরাজী ও বাঙ্গাল এবং মুসলমানী এই তিন বৎসরের মাস নিৰূপণের বিষয় । ১ ই-রাজী মাস । প্রতি বৎসরে ইংরাজী ১২ মাস হয় ; সে মাস সকলের নাম, এব• প্রত্যেক মাসীয় দিনসম্প্রথn বিশেষ করিয়া এ স্থলে লেখা যাইতেছে।