পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~)a অন্যান্য গ্রছদের গ্রহণাদির বিষয়। পৃথিবীর নfায় বৃহস্পতি প্রভৃতি যে ২ গ্রহের চন্দ্র আছে, তাহাদিগেরও উক্ত ৰূপে গ্রহণ হইয়া থাকে ; তন্মধ্যে বৃহস্পতির চারি চন্দুের গ্রহণের বিশেষ ২ কাল ইউরোপীয় জ্যোন্তিৰ্বেত্ত্বগণ কর্তৃক অতি সূক্ষ ৰূপে নির্ণীত হইয়াছে। ঐ গ্রহণের সময় এবং ধ্রুব তারার উচ্চ বা নীচ স্থিতির নিশ্চয় করিলে জাহাজয় নাবিকের সমুদ্রের মধেJর কোনো দেশের নিকটস্থ না হইয়াও কোন স্থানে আছে, ইহা সৰ্বদ। স্থির করিতে পারে। বুধ এবং শুক্র এই দুই গ্রহের পথ পৃথিবীর পথান্তর্বত্তী থাকাতে, ইহার। চন্দ্রের ন্যায় কখন ২ সমসূত্রপাতে সূর্য ও পৃথিবীর মধ্যগত হয়। পরস্তু স্থিতির দূরত প্রযুক্ত তাছাদের ছায়৷ পৃথিবীতে সংলগ্ন হইতে পারে মা, তাহাতেও তদ্বারা সূর্যগ্রহণ হয় না; কিন্তু তৎকালে দূরবীন দিয়া নিরীক্ষণ করিলে ঐ গুহকে ভাটার নায় সূর্যের উপরে গমন করিতে দেখা যায়।