পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯০ ] দাদ তাহরে যদি বলে খোদাবন্দ । তবে কি রকমে তিনি তাহার ফর্জদ। ইসা মসী যদি এই রকম কহিল । ইহার জওয়াব কেহ্ন দিতে না পারিল ৷ সেই রোজ হৈতে র্তারে সওয়াল পুছিতে । পারিল না কোন শকশ হেম্মৎ করিতে ॥ ২৩ বাব ফিরশিদের তালিম মানিতে লেকিন তাহদের মফেক কাম না করিতে ইসার হুকুম। আপন শাগরেদ আর লোক জন সবে । এই ৰূপে ইস মর্সী কছিলেন তবে ॥ ফিৰাণীরা আর যত কতেব লোকেরা । মূসার গদির পরে বোসে আছে তারা। অতএব তারা যে২ হুকুম ফর্ম্মাবে। মানিয়া তাহার মত কাম ভি করিবে। তাদের কামের মত কাম করিবে না । সৰব তাহার বলে লেকিন করে না। বেসামাল ভারি বোঝা তাহার। বান্ধিয়া । আদ্‌মির কান্ধের পরে দেয় চাপাইয়৷ লেকিন নিজেরা এক আঙ্গুল লাগাইয়া, কভি সেই বোঝা নাহি দেয় সরাইয়া। আদ্‌মিরে দেখাতে তারা সব কাম করে । দরাজ তাবিজ আর লম্বী থোপ পরে। জাফতে পহেলা চৌকী তারা সবে চাহে । আর ভি পহেলা জাএগা এবাদৎ গাহে ॥ হাটে বাজারেতে গেলে সেলাম পাইতে । আর লোকদের দ্বারা রবি কওলাইতে ৷ এ সব পেয়ার করে তাহারা তামামে । না হৈও জাহের কিন্তু তোরা রবি নামে ॥ সবব মসীহ এক রবি তোমাদের । তোমরা সবাই ভাই এক অপরের। কারে না বলিও বাপ দুনিয়ার বিচে । তোমাদের বাপ এক আত্মা