পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯৯ ] ব্যস্ত শাদি দিতে আর । করিবারে শাদি ব্যস্ত ছিল যে প্রকার। ইবনে ইনসান দেখ যে ওত্তে আসিবে । সে ওক্তেও এরকম বেবাক ঘটিবে । সে ওখতে দুই শকৃশ থাকে যদি ক্ষেতে । একেরে ধরিতে হবে অন্যেরে ছাড়িতে। দুই নারী যদি র্যাত বসিয়া পিশিবে । একেরে ধরিবে কিন্তু অন্যেরে ছাড়িবে। যে ওখতে তোমাদের খাবিন্দ আসিবে । সে ওক্ত তোমরা নাহি জানিতে পারিবে । অতএব জেগে রহ হৈয়া হুশিয়ার । খবরদার হইয়া কর তার এন্তেজার ॥ কোন পহরেতে চোর ঢুকিবেক ঘরে। আগর গিরস্থ ইহা জানিবারে পারে। তাহৈলে জাগিয়া থাকে নাহি যায় নিন্দ । চোরেরে কাটিতে ঘরে নাহি দেয় সিন্দ ॥ তোরা ভি তৈয়ার রহ। ইহার সববে। যে ঘড়িতে তার এন্তেজারে না রহিবে। ইবনে ইনসান সেই পহুরেতে তবে । তোমাদের নজদিকে বেশক আসিবে ॥ থানা থিলাইতে নিজ ঘরানা সবারে । মুক্তিয়ার কর্যে কর্তা রাথে যে বান্দারে। হেন ইমান্দার আর খুব হুশিয়ার। বল দেখি কোন বান্দী হইবে তাহার ॥ খাবিন্দ আসিয়া যারে কামেতে পাইবে । মুবারক সেই বান্দা বেশক জানিবে। সচ কহিতেছি আমি খাবিন্দ তাহারে । মুক্তিয়ার করিবেক সব চিজ পরে। কিন্তু যেই বুরা বান্দ ভাবে দিল বিচে । খাবিন্দের আসিবার আরো দেরি আছে। অএছা খেয়াল.কর্যে সাখিগণে মারে । মাতালের সাথে বোসে থানা পিনা করে। যে দিনেতে র্তার এন্তেজারি না করিবে । আর যে ওখত সেই নিজে না জানিবে ॥ অঞছ ওখত দেখ