পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ००० ] যখন হুইবে । তাহার খাবিন্দ সেই ওক্তে পহুছিবে ॥ তাহাতে খাবিন্দ তারে ভারি শাজা দিয়া । মক্কারের সাথে দিবে হিশ্য ঠাহরিয়া ॥ আর দেখ যে জাগাতে সে জন গিরিবে । সেখানে কাদন দাত কিড়ি মিড়ি হবে। ২৫ বীব | দশ কুঙারীর তম সিল। আপন চেরাগ সব যারা লিয়া হাতে । মূলাকৎ করিতে গেল দুলাজির সাতে। আম্মানের বাদশাহৎ জানিবে প্রমাণ ॥ হয় ঠিক হেন দশ কুঙারী সমান। পাঁচ জন তার বিচে ছিল হুশিয়ার । আর পাঁচ জন ছিল বেকুব আবার ॥ তাহার বিচেতে যারা বেআকুব ছিল । চেরাগ লইল সাথে তেল না লইল ॥ লেকিন আক্কেলবন্দ সেই পাচ জনে । চেরাগের সাথে তেল লইল বাসনে ॥ আসিতে দুলার বড় বিলম্ব হইল । তাহাতে ঢুলিয়া সবে শুইয়া পড়িল। তার পরে আধা রাত হুইল যখন । “ঐ দেখ আসিতেছে দুলাজি এখন ॥ বাহেরেতে যাও সবে তাহারে ভেটিতে ।” এই রকমের শোর লাগিল হইতে ॥ নিন্দ হতে কুঙারিরা তখন উঠিল । চেরাগ তৈয়ার তারা করিতে লাগিল। সেই যে আক্কেলবন্দ পাচ জন ছিল । বেকুবেরা তাহাদিগে কহিতে লাগিল। তোমাদের তেল হৈতে থোড়া দেও ধার। নতুবা চেরাগ বুতে যায় মো সবার। জওয়াব করিল তবে হুশিয়ার যত । আমাদের তেল আছে দরকার মত ॥ তাহা হৈতে কিছু যদি দেওয়া যায় তবে । তোদের মোদের কাজ বুঝি না