পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৫ ] পিন্দাইলে । বেমারে কয়েদে মোরে মদদ না দিলে ॥ জওয়াব করিয়া ফের তাহারা কহিবে । আয় খোদাবন্দ ইহা হৈয়েছিল কবে। পেয়াশা, বিদেশী, নঙ্গ ভূখা বা বেমারে । দেখিয়া মদদ কবে করিনি তোমারে ॥ জওয়াব করিয়া তিনি কহিবে তখন ৷ সচ কহিতেছি আমি তোদের কারণ ॥ ইহাদের কোন এক ছোট জন পরে । কর নাই মাহ তাহা করনি আমারে। যে শাজার কোন কালে আখের না হবে । এই সব লোক গিয়া তাহাতে পেঞ্চিবে ॥ লেকিন হামেশা যেই জেন্দেগী রহিবে । সাদিক লোকেরা সব সেখানে যাইবে ॥ ২৬ বাব | মণি ছকে গেরেফতার করিয়া তাহাকে কতল করাইবার ওয়াস্তে সরদারদের সল্ল করিবার বয়ান । এই সব বাৎ যদি তামাম হইল। আপন শাগরেদগণে মসীহ কহিল। আর দুই রোজ বাদে তোমরা জানিবে। নজাতের ইদ আসি দাখেল হুইবে ॥ ইবনে ইনস্নান তাতে কতল হইতে । সুপরদ হইবেন দুষ্মনের হাতে ॥ সেই ওক্তে সরদার ইমান যতেক । কতেব বুজুগের যত আছিলেক ॥ সর্দার ইমাম ছিল কিয়ফ নামেতে । জমাওত হইলেক তাহার বাড়ীতে ॥ কি ফেরেবে ধর্যে তারা মারিবে মসীরে । বসিয়া করিল শল্লা ইহার খাতিরে। তাহারা কহিল নন্থে পরব থাকিতে। তা হৈলে ফসাদ হবে লোকের বিচেতে ॥ ইসার মাথাতে খুশবোর চিজ ঢালিবার বয়ান । বৈথনিয়া বত্তি মাঝে মসীহু যখন । সিমোন কোড়ির >8