পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ •०१ ] ইদ নজাতের খান । বেমাওয়া ৰূটার ইদ আসি পহুঞ্চিলে। তাহার পহেলা রেজে শাগরেদ সকলে ॥ ইসারে পুছিল আসি কি মরজি তোমার । কোথায় ইদের খানা করিব তৈয়ার ॥ তিনি কহিলেন দেখ যাইয়া শহরে । কহ্ন গিয়া ইহা ফের ফলানা শকশেরে ॥ ওস্তাদ তোমার কাছে ইহা কহিতেছে । আমার ওখত দেখ নজদিক হৈয়েছে। শাগরেদগণ সবে মুই সাথে কর্যে । ইদ নজাতের খান খাব তেরা ঘরে। তা বাদে শাগরেদগণ হুকুমে ইসার । সেখানে ইদের খানা করিল তৈয়ার ॥ ইহা বাদে সাঞ্জ যবে এসে পন্থঞ্চিল । বারো জন সাথে ইস থানাতে বসিল ॥ থানা খাইবার ওক্রে শাগরেদগণেরে । কছিলেন ইসামসী ইহা তার পরে ॥ তোমাদের এক জন আমারে ধরিয়া । দুষ্মনের হাতে দিবে সুপর্দ করিয়৷ নেহাৎ উদাশ হৈয় তাহারা তাহাতে । সে কি আমি, এই বাং লাগিল কহিতে ॥ তাহাতে মসীহ ইহা লাগিল কহিতে । তোমাদের যেই শকশ মেরা সাতে সাতে। এই পেয়ালার মাঝে হাত ডুবাইবে । দুষ্মনের হাতে সেই আমারে সঁপিবে। আদমির বেটার তরে যে বয়ান আছে । সেই রকমেতে তার যাওয়া হইতেছে। ঝকমারি তার দেখ যাহার মারফতে । ইবনে ইস্মান যাবে দুষ্মনের হাতে ॥ না হইলে পএদাশ সেই শক্শের । তাহার লাগিয়া হুৈত বহুত খয়ের ॥ দুষ্মনের হাতে র্তারে দিতে ধরাইয়া । যে এহুদ আছিলেক তৈয়ার হইয়া। সে কি আমি ? এই কথা সে শফশ পুছিলে । কহিলেন ইসা তাহা তুমি যে কহিলে।