পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 مياه لا ] আপনার মেতের এয়াদগারির ওয়াস্তে ইসার এক খান। মকুরর করিবার বয়ান । খানার ওখতে ইসা ৰটী হাতে লিয়া। খোদার শুকুর করি সে ৰূটা ভাঙ্গিয়৷ শাগরেদগণেরে দিয়া কহিল তখন। ইহা লিয়া খাও, ইহা আমার বদন ॥ ইহা বাদে তিনি এক পেয়ালা লইয়া । খোদার শুকুর করি তাহাদিগে দিয়া ॥ কহিলেন পিয়া কর ইহাতে সবায়। এ আমার লহু হয় কহিনু তোমায়। গুনাহ মাফির তরে বহুত লোকের ৷ বহয়৷ নতুন লহু ইহা অহুদের। নয়া আঙ্গুরের রস বীপের রাজ্যেতে । পিব আমি যেই রোজ তোমাদের সাতে। এই আঙ্গুরের রস সেই ওক্ত তক । পিয়া করিব না আমি জানিবে বেশক। ইহা বাদে তারা গীত গাহিতে গাহিতে। সকলে মিলিয়া গেল জৈতুন পৰ্বতে ॥ বাদে ইসা কহিলেন আমার সববে। এই রেতে তোর সবে ঠোক্কর খাইবে ॥ “মারি আমি রাখালেরে ইহার সববে। ছিতর বিতর হৈয়া ভেড়ী সব যাবে।” কেতবেতে আছে এই রকম জেকের । কিন্তু আমি কহিতেছি তোমাদেরে ফের ॥ লেকিন উঠিয়া আমি গালিল শহরে । তোমাদের আগে যাব দেখিবে আখেরে ॥ পিতর কহিল যদি নেহাৎ আখের । ঠোক্করের হেতু তুমি হুইবে সবের। কিন্তু কোন রকমেই হবে না আমার । তাহাতে মসীহ তারে কহিল আবার। সচ করে কহিতেছি তোমারে এখন । এই রাতে মুরগের ডাকিবে যখন। তাহার আগেতে দেখ অএছা হুইবে । তুমি মোরে তিন বাব এমৃকার করিবে। এই বাৎ শুনি তবে পিতৰুস, কয়। আগর তোমার সাথে জান দিতে