পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s sv. J ইছার তাবির। তবে লোক সব ইহা কহিল জওয়াবে । ইহার খুনেতে যেই গুনাহ হইবে ॥ আমরা ও আমাদের ফজনদ যতেক । এ সবের পরে সেই গুনা পড়িবেক ॥ তাহাতে সে তাহদের মজি মোতাবেক । বারদ্বারে খালাসের হুকুম দিলেক ॥ কোড়া মেরে সলিবেতে কতল করিতে। ইসারে সঁপিয়া দিল লোকদের হাতে৷ ইসার শের পরে কাটার তাজ পিন্ধাইয় তাহাকে ঠাট্টা করিবার বয়ান । বাদে সেই হাকিমের সিপাহি আসিয়া । হাকিমের ঘর বিচে ইসারে লইয়া। যতেক রেশালাগণ সেখানে আছিল । র্তাহার নজদিকে সবে জমা যে করিল। তাহার কাপড় সব খুলিয়া লইয়া। লাল রঙ্গের কাপড় তারে দিল পিন্ধাইয়া ॥ তাহার কাটার এক তাজ বানাইল । মসীহের শের পরে তাহ বসাইল ॥ বাদে তার ডান হাতে এক নল দিয়া । তাহার সামনে ফের হাটু যে গাড়িয়া৷ “আয় এহুদির রাজা সেলাম তোমারে।” এই বলে সভে ঠাট্টা করিল তেনারে ॥ আবার র্তাহার মুখে তারা খুক দিল । সেই নল দিয়া ফের শেরেতে মারিল ॥ অএছ৷ বহুত ঠাট্ট র্তাহারে করিয়া । তার বাদে সেই সব কাপড় খুলিয়৷ নিজের কাপড় ভারে পিন্ধাইয়৷ ফের। সলিবে মারিতে লিয়া চলিল আখের। কুরিনিয়া এক লোক আছিল সে খানে । শিমোন বলিয়া তারে জানে সব জনে ॥ পথে যেতে মুলাকাৎ পাইয় তাহার। সলিব বহিতে তীরে ধরিল বেগার ॥ খোপড়ির জীএগা নামে এক জাগ ছিল। ইসারে লইয়া তারা সে খানে পেঞ্চিল। পিৎ