পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২১ ] দিল ॥ ভূই চাপ আর সব মাজেজ দেখিয়া। চেকীদার শুবেদারগণে ডর পাইয়া। সাথিগণ মিলে কহে আপন৷ আপনি । বেশক খোদার বেটা আছিলেন ইনি। মসীহের খেদমৎ করিতে করিতে । এসেছিল যে লোকেরা গালিল হইতে ॥ অএছা ঔরতগণ থাকিয়া তফাতে। এই সব মাজেজ যে পাইল দেখিতে ॥ - অরিমথি শহরেতে ইছুফ থাকিত । ধনী লোক বল্যে তারে বেবাকে জানিত ॥ মসীহের শাগরেদ এই শকৃশ ছিল । সাঞ্জ হৈয়া গেলে সে যে সেথায় আসিল ॥ পীলাতের । নজদিকে সে শকশ যাইয়া । মসীহের লাশ মাঙ্গে আরজ করিয়া ॥ পীলাত সে লাশ দিতে হুকুম করিল। তাহাতে ইছুফ তাহা চাদরে লেপটিল ॥ আপনার তরে তার আছিল কবর। খুঁড়িয়াছিলেক তাহা পাথরের পর। তার মাঝে মসীহের লাশটা রাথিয় । ঘরে গেল তার পরে পাথর চাপিয়৷ মগদূলিনি আর দোসর মরিয়ম গিয়া । সেই কবরের সামনে রহিল বসিয়া ॥ সর্দার কাছেন আর ফিৰাণী যতেক । বাদ রোজে তারা সবে জন্ম হইলেক ॥ পীলাতের সামনে তারা হাজের হইয়া । কহিল তাহার কাছে আরজ করিয়া ॥ হে সাহেব যবে সেই শকশ জেন্দা ছিল। সে ওখতে অএছা সে বয়ান করেছিল। উঠিব আবার আমি তিন রোজ বাদে । এই বাৎ পড়িলেক মোদের ইয়াদে। অতএব তিন রোজ তাহার করে । চৌকী দিতে কহু তুমি আপন লস্করে। ত৷ না হৈলে তার সব শাগরেদ আসিয়া । রাত রাতি তার লাশ চুরি কর্যে লিয়৷ লোকদের কাছে ইহা করিবে জাহের । মুর্দ্দাদের হৈতে তিনি উঠেছেন ফের। তা হইলে পহেলা うこの