পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৩ ] বাতাইয়া ঔরতেরা তার মুখে এ বাৎ শুনিয়া। কন্ধর হইতে তারা জলদি নিকলিল । ভর আর খুশী দেলে দোনই হইল। শাগরেদগণেরে এই খবর জানাতে । লাগিলেক দেীন জনে বড় দৌড়াইতে ॥ শাগরেদগণেরে এই খবর ভেটিতে। যে ওখতে তারা দোন ছিলেক যাইতে ॥ হেন ওক্তে ইসামসী তাহদের সাতে । মূলাকৎ করি ইহা লাগিল কহিতে ॥ সেলমতি হৌক খুব তোমাদের তরে । এই বাৎ শুনে তারা তার পাও ধর্যে। দোন জনে তারে খুব সেজদা করিল। তবে ইস তাহদের অএছা কহিল ॥ দহশৎ করিও না কোনই সববে। তোমরা দোজন দেখ রওনা হও তবে ॥ গালিলে যাইতে বল মেরা ভাই সবে । সে জাগাতে তারা মোর মুলাক পাবে। শাগরেদের তাহার লাশ চুরি করিয়া লইয়া গিয়াছে, এই বুট বাৎ বলিতে সর্দার পাহারাওয়ালাগণকে রিস্বৎ দিবার বয়ান । আউরত লোকেরা যদি রওনা হইল। পাহারাওয়ালার তবে শহরেতে গেল। যাহা যাহা হইয়াছে সে সব মাজেরা । সরদার কাহেন দিগে জানাইল তার ॥ এই সব বাৎ শুনে তাহারা তখনে ৷ ডাকায়ে আনিল যত বুজরগগণে ॥ বহুত করিয়া শল্লা তাহদের সাথে । ঢের টাকা দিল সিপাহীদিগের হাতে। কহিল আবার ইহা তাহাদের তরে । এই বাৎ কহ গিয়া তোমরা শহরে। রাতের বখতে নিন্দে আছিনু আমরা। হেন শুক্তে এসে তার শাগরেদ লোকেরা। তার লাশ চুরি কর্যে গিয়াছে ভাগিয়া । দেখিতে না পেনু মোরা ফজরে উঠিয়৷ হাকিমের কানে যদি এই বাৎ যায়। তবে মোরা বঁাচাইয়া দিব তো সবায়। টাকা পাইয় তাহদের দেল খুশ