পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৬ ] বানাইল ॥ কোন কি গাছের ফল থাইতে তোমারে । মানা করেছেন খোদা কহু তা আমারে ॥ সাপের ফেরেব নাহি পারিল বুঝিতে। সাপেরে তখন বিবি লাগিল কহিতে৷ খোদার তৈয়ারি এই উমদ বাগান। মোদের উপর খোদা বড় মেহেরবান ॥ এক গাছ বিনা যত গাছ বাগিচায় । থাই মোরা তার ফল খোদার দয়ায়। হুকুম করিল থোদ সে গাছের তরে । থেও না ইহার ফল কহিনু তোমারে। আমার হুকুম রাখ তোমরা দুজন । ছুইলে ইহার ফল মরিব তখন ॥ খোদার হুকুম নারি করিতে অদুল। থাই না ছুই নামোরা সে গাছের ফল। হাসিয়া তখন সাপ হবারে কহিল । ফাকি দিয়া খোদা তোমাদিগে ভাড়াইল ॥ ওগাছের ফল খেলে তোমরা দুজন । পাইবা আক্কেল ঠিক খোদার মতন। সাপের কথায় বিবি ভুলি তার পরে। সে গাছের ফল পেড়ে থাইল পেট ভরে ॥ আপনি থাইল আর আদমেরে দিল । সাপের ফেরেবে গুনা দুজনে করিল। খোদার হুকুম যেই অদুল করিল। খোদা তাহদের পরে বড় গোসসা হৈল ॥ বড় ফরাগতে ছিল বাগানে দুজন । বাহির করিয়া খোদ দিলেন তখন ॥ কহিলেন আল্লাতালা, বেশক জানিবে। ঔরত আদ্‌মির ভাবে হামেশা থাকিবে ॥ দরদ হুইবে তার খালাসের তরে। আদম থাটিয়া থাবে মেহেনত কর্যে। কপীলের ঘাম তার পায়েতে গিরিবে । বহুত তকৃলিফ পাইয় মরিতে হুইবে ॥ সাপেরে কহিল আল্লা বড় গোসসা কর্যে । বুকেতে চলিবি তুই ফেরেবের তরে। আমার হুকুমে তুই ধূলা বালি খাবি। ঔরতের লাড়কা হৈতে খুব সাজা পাবি৷ পায়েতে কামড়াবি তীরে করিয়া দুশুনি । ভাঙ্গিবে যে তোর শির