পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৯ ] আল্লার হেল্লায়। আসিতে কিনান দেশে ইয়াহুদীগণে । পন্থছিল গিয়া দেখ আরবের বনে ॥ সিনয় পাহাড়ে খোদা আপনি আসিয়া । মুছারে হুকুম যত দিল বাতাইয়া ॥ গুনাহ মাফির তরে খোদার দরগায় । কুৰ্বানী করিতে আজ্ঞা দিলেন মুছায়৷ এই যে কুৰ্বানী আল্লা ফর্ম্মালো তখন। তোমারে কহিব আমি তার বিবরণ ॥ গুনাহ মাফির লাগি সারা দুনিয়ার। আসল কুৰ্বানী এক আছিল দরকার। তাহার নিশান এই ভেড়ার কুৰ্বানী । মুছারে জানান আল্লা করে মেহেরবানী ॥ আনিয়া কিনান দেশে ইয়াহুদীগণে । মকান জমিন দিল ভোগের কারণে ॥ কড়ার করিয়াছিল ইব্রামের স্থান । রাখিল কড়ার আল্লা বড় মেহেরবান। নাদান ইত্রেলগণ বাদে কিছু কাল । আল্লার আইনে আর না করি খেয়াল। মূৰুত বানায়্যা তারে দিল পূজা ভেট । গড় কৈল তার কাছে শির করি হেট। নিমক হারাম হৈয়া করিল বুরাই ৷ মূৰুতের কাছে মেড়া করিল জবাই। ছাড়িয়া খোদারে যদি পূজিল দেবেরে। পড়িল ইত্রেলগণ গজবের ফেরে। দুষ্মনের হাতে পড়ি হইল হয়রাণ। পায়্যা বহু খেজালত হৈলো পেরেশান ॥ বিপাকে পড়িয়া যবে ডাকিত খোদারে। চাহিত গুনার মাফি আল্লার দরবারে। তাদের আরজ শুনি খোদা মেহেরবান । বাচাইত আপনার লোকেদের জান ॥ ভুলিয়া খোদার রাহা ইস্রায়েলগণ। শয়তানের রাহা ধরি যাইত যখন। ফিরাইতে তাহাদেরে খোদার রাহয় । ভেজিতেন নবিগণে খোদা দুনিয়ায় ॥ খোদার ভেজোয় নবী হুকুমে খোদার। জানাতো ইস্রেলগণে এরাদ তাহার। শয়তানের রাহা ছাড়ি খোদার রাহয়। যাহাতে আই সে তারা হেন এরাদায়। ভাল মসিহং দিল তাবৎ ইনসানে। 영