পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >ペb ] তাহারে হুকুম আল্লা করিলেন শেষে । যে দেশ দেখাই আমি যাও সেই দেশে। হজরত ইব্রাহীম বড় নেকবান । খোদার উপরে তার আছিল ইমান ॥ খোদার হুকুমে নিজ মকান ছাড়িয়া। কৈনানে করিল বাস তাম্বু খাটাইয়া। সারা নামে বিবি তার শুন ভাইগণ না ছিল লড়কী বালা বুঢ়া দুই জন। আল্লাতালা তার প্রতি বড় মেহেরবান । তাই তার কাছে এই করিল বয়ান ॥ “ইব্রাহীম, তোর জৰু লড়কী জনিবে । দুনিয়াতে তার গোষ্ঠী বহুত হইবে ॥ এই দেশে তোর ব০শ বসতি করিবে । তোর বংশ হুৈতে লোকে নজাং মিলিবে।” কিছু দিন বিতে গেলে সারার শেকমে । হুইল লড়কী এক খোদার রহুমে। ইসহাক নাম তার শুন বিবরণ। এসে যাকুক তার বেটা দুই জন। খোদার পেয়ার বড় যাকুব ইনসান। খোদার উপরে তার আছিল ইমান। খুশ হয়ে আল্লাতাল তাহার উপরে। ইস্রায়েল নাম ফের দিয়া ছিল তারে। বারো বেট। যাকুবের বিবি দুই জন। ইজেলের বাগদাদ সেই বারো জন৷ আপনার দেশে হৈলে বড়ই আকাল । বুঢ়া বাপ জৰু বেটী যতেক ছাওয়াল। সকল লইয়া সাথে মিসরে যাইয়া । বসতি করিল সেথা ঘর বানাইয়৷ যাকুবের বারো বেটা রহিল সে দেশে । তাহীদের লড়কী বালা ঢের হৈলো শেষে ॥ মিসরের লোক সব কাফের আছিল । তাহারা যিহুদীগণে খেজালত দিল ॥ গোলামের মত তারা রহিল মিসরে । বাদৃশ দুশ্বন হৈলে কে বাচাতে পারে। আল্লার ভেজোয়া এক শকৃশ আtসিয়া হরেক তাজব কাম সে দেশে করিয়া ॥ আনিল যিহুদীগণে মিসর হইতে। ডুবিল ফিরেীণ রাজা অথাই পানিতে। মুছা সে শকুশের নাম কহিনু তোমায় । করিল তাজব কাম