পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩১ ] করি কহিল তাহারে । আয় বিপসন্দিদা, করি সেলাম তোমারে ॥ খোদাবন্দ সাথী তেরা, তিনিই বুজরক । সব আওরতের মাঝে তুমি মুবারক ॥ ফেরেস্তার বীতে বিবি বড় ঘবড়াইল । আর আপনার দিলে আন্দেশা করিল। কিন্তু সে ফেরেস্তা তারে কহিল আবার । আয় বিবি মরিয়ম, কি ডর তোমার। আল্লাতালা মেহেরবান তোমার উপরে । হামেলা হইবা তুমি তাহার মেহেরে ৷ সেই ত হামেলে এক বেটা জনমিবে । সে বেটার নাম তুমি ইসা যে রাখিবে ॥ হুইবেন সেই বেটা খোদার ফজ্জন ৷ আসিবেন ভবে গুনা মাফির কারণ ॥ শুনি মরিয়ম বিবি কছিলেন তবে । হেন আজগুবি কথা কিৰূপে হুইবে ॥ পুৰুষের সাতে নাই এলাকা আমার। কিৰূপে জনিব বেটী তাজ্জব ব্যাপার ॥ ফেরেস্ত কহিল র্তারে দিয়া যে দিলেশ । এ কথায় তুমি আর কোর না আন্দে শী ॥ নামিয়া আল্লার পাক ৰূহ তোর পরে । থাকিবেন ছায়৷ করে মেহেরবানি কর্যে। সে পাক গর্ভের ফল সেইত কারণ । জাহের হুইবে বলি খোদার ফর্জনদ। তাজব হইল বিবি শুনি এই বাৎ । কহিলেন পরে সেই ফেরেস্তা সাক্ষাৎ ॥ খাবিন্দের বান্দি আমি, কহিল যেমত। ঘটুক আমার পরে ঠিক সেই মত। যুষফ নামেতে ছিল মর্দ এক জন । নেসবতে ছিল বিবি তাহার কারণ ॥ হামেল হুইল যবে বিবি মরিয়মের । যুষক আপন দিলে ভাবিলেক ঢের। ভাবিয়া ভাবিয়া মর্দ্দ হুইল হাল্লাক। এরাদা করিল তারে দিতে যে তাল্লাক ॥ এক দিন সেই মর্দ্দ খোয়াবে দেখিল। ফেরেস্ত কহিল বাত থেtয়াবে শুনিল ॥ হে যুষফ ভেবেই হোও না হাল্লাক। আপন জৰুরে তুমি দিও না তাল্লাক ॥ আল্লার কাছের হেল্লা পেয়ে তোর নারী। হুই