পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s > 0 } ও দোসর জবানে বাত লাগিল কহিতে৷ সে ওন্তে খোদারে যারা পেয়ার করিত । অএছা হরেক লোক সে খানে থাকিত ॥ তাহারা বেবীকে দেখ বাহিরে আসিয়া । দোসর জবানে বাং কহিতে দেখিয়া ॥ আপন২ দেলে তাজব মানিল । সবব বেগান বোলি তাহারা কহিল। লড়কাই হইতে সেই শাগরেদগণ । যে বেগান বোলি নাহি জানিত কখন ॥ আজি পাক ৰূহ কদসের অছিলায় । সে সব জবানে বাৎ কহিল সবায়। হর এক লোক যেই মূলকে থাকিত । সেই মুল্লকের লোকে যে বোলি কহিত ॥ শাগরেদগণের মুখে সে বোলি শুনিয়া । খাড়া হৈয়া রৈল সবে তাজব মানিয়৷ আপোসেতে তারা এই বাৎ চিৎ করে । থাকে নাকি এ লোকেরা গালিল সহরে ৷ তবে মোরা যে মুলুকে পএদ হইয়াছি । সে দেশী জবান তবে কেন শুনিতেছি। যে আজব কাম খোদা করিলা জমিনে । তাহার বেওরা শুনি আপন জবানে ॥ লেকিন কহিল কেহ মজাকা করিয়া । মাতিয়াছে এরা আঙ্গুরের রস পিয়া। তখন পিতর ইহা শুনিতে পাইয়া । কহিল বেবাক লোকে সেথা খাড়া হৈয়া ॥ আtয় যত লোকগণ শুনহ বয়ান । আমার জবানে এবে সভে দেহ কান। তোমরা গুমান কোরে কহিতেছ সভে । এই সব লোকগণ মাতোয়ালা হবে ৷ কিন্তু তাহা নহে শুন মেরে ভাইগণ । আজি জাস্তি বেলা দেখ হয়নি এখন ॥ লেকিন যোয়েল নামে যে নবী আছিল । তাহার মাফাত যেই বাত কহ গেল। তাহা এই, খোদা কহে আখেরি ওখতে । দেখিবে লোকেরা সবে অএছা ঘটিতে। মেরা বহু বেবাকের পরে ঢালা যাবে । লড়কী লড়কীগণ যত নবুয়ং কবে।