পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩২ ] য়াছে গভবতী দোষ নাহি তারি। শুনি ফেরেস্তার বাত যুষফ তখন । নাহি দিল কবিলারে ফার্থতি কখন। সময় হইলে পুরা কিছু দিন পরে । গেল দুই জন বৈৎলেহুম শহরে। শহরেতে যেই এক সরাই আছিল । আদ্‌মিতে সে সব ঘর পূর হয়ে গৈল ॥ ছিল না তাহাতে ঘর থাকিবার তরে । তাহার গোয়াল ঘরে রছিলেন পরে। সেই ঘরে মরিয়ম রাতের বখত । জনিলেন বেটা এক বড় খুবছুরত ॥ ভেস্তের মালিক যিনি খোদা মেহেরান । গোয়ালে হুইল পয়দা তাহার সন্তান ॥ লেপটিয়া কাপড়ে তারে তার বাপ মায়। শোয়ায়ে রাখিল এক গোৰুর গামলায়। আদ্‌মির গুনা লাগি বেহেস্ত ছাড়িয়া । আইল খোদার বেটা রহম করিয়া। কত যে তকৃলিফ তার আদমির তরে ৷ হইল দুনিয়া মাঝে বলেছি তোমারে। কেমনে আইলা ইসা দুনিয়া মাঝার । কেমনে আজব কাম করিলা আবার ॥ কেমনে মারিল র্তারে লোকেরা ধরিয়া । কেমনে গেলেন ইসা আত্মানে উঠিয়া। সে সব বয়ান করা হৈয়াছে আমার । তা বাদে ঘটিল যাহা কহিব এবার ॥ তাহার হুকুম মতে শাগরেদগণ । যিৰূশালমেতে রহে হর এক জন ॥ থাকিয় সে খানে ৰূহ কুন্দসের তরে । দিন রাত তারা সবে এন্তেজার করে ॥ আন্দাজ এক শও কুড়ি শাগরেদ ইসার । সেই ওক্তে জমা হৈয়া করে ইন্তেজার। তুফানের বরাবর আস্মান হইতে । জোরেতে আওয়াজ এক আইল সেথাতে ॥ যে ঘরের বিচে তারা সবে বোসে ছিল । একেবারে সে আওয়াজে সে ঘর ভরিল। আগুনের মত জুদ জবান আইল । হর এক জনের পরে আসিয়া বসিল ৷ ভরিল তাহীতে তারা ৰহি কদাসেতে ।