পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৫ ] দোজোকেতে ডালিবেন গুনাগারগণে ॥ হামেশা থাকিয় ". সেথা হবে পেরেশান । সেথা হুৈতে নিকালিতে নারিবে ইন্মান ॥ আদমির গুনার তরে এলাহিদিগর । গোস্ম৷ হৈয়াছেন বড় তাহার উপর। অতএব তোব কর দেলজান সাতে । যাইও না কোন মতে গুনার রাহুেতে ॥ মসীহের নামে আর ইমান আনিবে । র্তাহার নামেতে ফের বাপ্তিস্মা লইবে ॥ তাহাতে এলাহি আল্লা পাক পরোয়ার । বকৃশিবে তোমার তরে বাহ আপনার ॥ তাহাতে তোমার দেল পাক সাফ হবে । গুনাহের কামে আর থাহেশ না রবে । নজাহ মিলিবে তুঝে ইসার হেল্লায়। মরিলে বেহেস্তে জাগা মিলিবে তোমায় ॥ যত লোক সে জাগাতে হাজের আছিল । তাহাদের মাঝে যারা এ বাত মানিল ॥ রসূলগণের কাছে তাহারা আসিয়া । বাপ্তিস্মা লইল সবে ইমান আনিয়া ॥ হাজার তিনেক লোক একই রোজেতে। বাপ্তিস্মা পাইয়াছিল সেই মূলকেতে ॥ অএছা ছুরতে দিন ইসামসীহের । সারে মুল্লকেতে শেষে হইল জাহের ॥ ইমান আনিয়া লোকে মসীহের পরে । নজাং আনিয়া গেল বেহেস্ত উপরে। অতএব ভাইগণ মিনতি আমার । আসিয়া জোনাব ধর মসীহ ইসার ॥ আখের । BHOWANIPORE. PRINTED BY B. M. BOSE, FOR THE CALCUTTA BRANCH of THE CHRISTIAN VERNACULAR EDUCATION SOCILTY, AT THE SAPTAHIK SAMBAD PREss, 1878.