পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 4 | ৰূহ কুন্দসেতে। বাপ্তিস্থা দিবেন সবে নিজ কেরামতে ॥ আছে এক কুলা ফের সে শকশের হাতে । নিজের খামার তিনি বাড়িবে তাহাতে ॥ বাড়িয়া যতেক গেছ বাছিয়া বাছিয়া । আপনার গোলা ঘরে থোবে জমাইয়৷ ভূষি আর তুষ যত থাকিয়া যাইবে । পুড়িবার লেগে তাহা আগুনে ডালিবে ॥ এহিয়ার হাতে দেখ বাপ্তিস্থা পাইতে । আইলেন ইস৷ মসী গালীল হইতে ॥ যদিন দরিয়া পাড়ে আছিল এছিয়া । আইলেন ইসা সেথা তেনারে দেখিয়া ৷ এহিয়া করিয়া মানা কহিল তেনাকে । আসিয়াছ কেন তুমি বন্দীর নজদিকে। বলকে বন্দরে দেখ থাবিন্দের হাতে । জৰুর লাজেম আছে বাপ্তিস্মা পাইতে ॥ হজরৎ বয়ান তারে করিলা জওয়াবে । অঞছা হইতে দেও, মানা না করিবে। এই মতে সব কাম করিতে আঞ্জাম । মোদের লাজিম আছে সাফ কহিলাম। ইহাতে এহিয়া নবী রাজী যে হইল ৷ এছিয়ার হাতে ইসা বাপ্তিজ্ঞা পাইল ॥ পানি হৈতে ইসামসী উঠিল৷ যখন । আত্মানের দরোয়াজ খুলিল তখন৷ এলাহির বাহ কবুতর রূপ ধর্যে। উতরিতে দেখিলেন ইসা নিজ শিরে। আস্মান হইতে ফের হৈল এই সোর । এ মেরা পেয়ারা বেটা, এতে খুষ মোর। ৪ বীব | শয়তানের মারফতে ইসার ইন্তিহীন । শয়তানের ওছিলায় ইন্তিহীন পাইতে । বছের মাফাত